সংসদ নিবার্চনে নেতিবাচক প্রভাবের শঙ্কা
ডেস্ক নিউজ: বরগুনার বেতাগী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের পূর্ণাঙ্গ কোনো কমিটি না থাকায় ছত্রভঙ্গভাবে চলছে ক্ষমতাসীন এ দলের রাজনীতি। ফলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে নেতিবাচক প্রভাবের শঙ্কা রয়েছে বলে ধারণা করছেন দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তবে নেতাকর্মীদের অভিযোগ সংসদ নিবার্চনকে ঘিরে বরগুনা—২ আসনে মনোনয়ন প্রত্যাশী ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সমর্থক ধরে রাখতেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না দিতে নির্দেশ দিয়ে রেখেছে। যার ফলে আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের সম্মেলনের পর বছর পার হলেও কমিটি গঠনে জেলার শীর্ষ পর্যায়ের নেতারা কোনো গুরুত্ব দিচ্ছেন না। এমনটাই বলছেন আওয়ামীলীগের সহযোগী অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের শতাধিক নেতাকর্মী। এদিকে কমিটিতে পদ প্রত্যাশীদের মধ্যে একের পর এক সংঘর্ষ, হামলা ও মামলা এখন নিত্যনৈমত্তিক ঘটনা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেতাগী উপজেলার আওয়ামীলীগের রাজনীতিতে তিনটি উল্লেখযোগ্য সংগঠন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ত্রি—বার্ষিক সম্মেলন শেষ হওয়ার বছর পার হলেও এখন পর্যন্ত ভাইটাল কয়েকটি পদ ছাড়া পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়নি। নিজ দলের নেতাকর্মীর মধ্যে চলছে একাধিক মামলা, তাও যেনো কারো নজর নেই পূর্ণাঙ্গ কমিটি বাস্তবায়নে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্টদের মতে, বেতাগী উপজেলার অপূর্ণাঙ্গ ও অঘোষিত কমিটির ফলে দুইযুগের দখলে থাকা বরগুনা—২ আসনে আওয়ামীলীগের ঘাটিতে বিরোধীদলের প্রভাব বিস্তারসহ, কমিটিতে পদ প্রত্যাশী নিজ দলীয় আ.লীগ নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি হতে পারে।
উপজেলা আওয়ামীলীগ: সর্বশেষ ২০১৫ সালে বেতাগী উপজেলা আওয়ামীলীগের পূণার্ঙ্গ কমিটি গঠনের সাত বছর পর, গত ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ত্রিবার্ষিক সম্মেলন। আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সাবেক সভাপতি (পৌর মেয়র) এবিএম গোলাম কবিরকে পূণরায় সভাপতি ও সাবেক সা.সম্পাদক (উপজেলা পরিষদ চেয়ারম্যান) মাকসুদুর রহমান ফোরকানকে পূণরায় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন বরগুনা জেলা আওয়ামীলীগ। তবে আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুযায়ী, সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরবর্তী ৪৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে, এতে ব্যর্থ হলে ওই কমিটি বাতিল করা হবে। কিন্তু বছর পার হলেও গঠন করা হয়নি পূর্ণাঙ্গ কমিটি। ফলে অন্য পদপ্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে পূর্ণাঙ্গ কমিটিকে ঘিরে বিরাজ করছে অভ্যন্তরীন ক্ষোভ। নাম প্রকাশে অনিচ্ছক একাধিক নেতাকর্মী বলেন,‘ আমরা যে নিবার্চনকে ঘিরে সরকারের উন্নয়ন প্রচারে মাঠে কাজ করবো আমাদের বর্তমান পরিচয় কি? আমরা সবাই সাবেক নেতাকর্মী। সবাই স্বার্থ হাসিল করতে নিজেদের ব্যক্তি দলকে ভাড়ী দেখানোর জন্য আমাদের নাকে দড়ি লাগিয়ে ঘুরাচ্ছে।
পৌর আওয়ামীলীগ: ২০১৩ সালের পর, গত ২০২২ সালের ৫ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বেতাগী পৌর আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন। মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে ৯ বছর পর পূণরায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পান আলহাজ¦ বাবুল আকতার ও আলহাজ¦ হাদিসুর রহমান পান্না। তবে সম্মেলনের এক বছর অতিক্রম হলেও ৬৯ সদস্য বিশিষ্ট পূণার্ঙ্গ কমিটি ঘোষণা দেননি বেতাগী পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বেতাগী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্ন বলেন,‘ আমরা চেষ্টায় আছি যাতে সুন্দর ও স্বচ্ছ একটি কমিটি গঠন করতে পারি। তবে সবকিছু গোছাতে কিছুটা সময় লাগবে।’
আওয়ামী যুবলীগ: এদিকে ত্রিবার্ষিক সম্মেলনের নামে দীর্ঘ ৬ বছর পর ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি বেতাগী উপজেলা যুবলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। একইসাথে উপজেলার সকল ইউনিয়নের যুবলীগের কমিটি ভেঙে দেয়ার সময় পার হয়েছে ১ বছর। কিন্তু কমিটি গঠনের কোনো সাড়া নেই, তাই চরম ক্ষুব্ধ ইউনিয়ন পযার্য়ের নেতাকর্মীরা। তাদের মতে শুধুমাত্র মনোনয়ন প্রত্যাশী নেতারা নিজস্ব দলীয় মহরার কাজে নিজেদের সমর্থকের পাল্লা ভাড়ী করতে কমিটি দেয়ার প্রলোভনে ইউনিয়ন পযার্য়ের নেতাকর্মীদের ব্যবহার করে যাচ্ছে মাসের পর মাস। ক্ষোভ প্রকাশ করে একাধিক নেতাকর্মী জানান,‘ আমরাও এক প্রকার বাধ্য হয়ে নেতাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই আর ব্যানার ফেষ্টুনের রাজনীতি করে যাচ্ছি। কিন্তু এভাবে আর কতদিন? এর প্রভাব পরবে সংসদ নিবার্চনে।
উপজেলা ছাত্রলীগ: একের পর এক তুঘলকি কান্ডে সমালোচিত বেতাগী উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি গত ২০২২ সালের ২১ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ হবার কারণ দেখিয়ে বিলুপ্ত ঘোষণা করে বরগুনা জেলা ছাত্রলীগ। এর একমাস পর ২০২২সালের ২৭ অক্টোবর কর্মীসভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে পার হয়েছে দীর্ঘসময়, শুধু গঠন করা হয়নি কোনো কমিটি। এদিকে উপজেলা ছাত্রলীগ কমিটিবিহীন থাকায় স্থানীয় ছাত্রলীগের নেতা—কর্মীদের ভেতর পদ নিয়ে চলছে উত্তেজনা,সংঘাত ও সংঘর্ষ। গ্রুপিং ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে পুড়ছে ছাত্র নেতারা। ইতিমধ্যে পদপদবীর বদলে ক্ষমতার প্রভাব বিস্তার নিয়ে অভ্যন্তরীণ সংঘাতে আহত হয়েছেন অনেকে । যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সভাপতি পদপ্রত্যাশী শেখ নাজমুল হাসান নাদিম বলেন, কোন অপশক্তির দাপটে কমিটি হচ্ছেনা তা জানা নেই, তবে সংসদ নিবার্চনে মনোনয়ন প্রত্যাশী নেতাদের দলাদলীর কারনেই কমিটি আটকে আছে বলে আমাদের ধারণা। আরেক পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতা সিফাত সিকদার বলেন, আমাদের কমিটি নেই একবছর,জিমিয়ে পরেছে ছাত্রলীগের রাজনীতি। প্রত্যাশায় আছি জেলার নেতৃবৃন্দ একটি সুন্দর ও স্বচ্ছ কমিটি উপহার দেবেন।
এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, বেতাগী উপজেলা ছাত্রলীগের কিছু ত্রুটি বিচ্যুতির কারণে নতুন কমিটি ঘোষণায় বিলম্ব হচ্ছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা নিয়ে আমরা আগামী এক মাসের মধ্যে কমিটি ঘোষণা করবো।
বরগুনা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউল করিম এ্যাটম বলেন,‘ইতিমধ্যে বরগুনার বেশ কয়েকটি উপজেলার ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়েছে,কিছু বাকি আছে। এর মধ্যে কিছু জটিলতার কারনে বেতাগী উপজেলার ইউনিয়ন গুলোর কমিটি ঘোষণা হয়নি,উপজেলা যুবলীগের সাথে এ ব্যাপারে আলোচনা করে দ্রুত কমিটি ঘোষনা করা হবে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান যুগান্তরকে বলেন,‘ বেতাগী উপজেলা আওয়ামীলীগের অপূর্ণাঙ্গ কমিটি আসন্ন সংসদ নিবার্চনে নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে এটি চিরন্তন সত্য। সম্মেলনের পরও অনেকটা সময় পার হয়ে গেছে, তাই অচিরেই প্রত্যেকটি অঙ্গসংগঠনের একটি পরিচ্ছন্ন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা একান্ত কাম্য। এজন্য আমি দলীয় সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করছি।