বেতাগী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আর্থিক জরিমানা ও নির্বাচনী প্রচারণার অফিস থেকে টেলিভিশন জব্দ করা হয়েছে। রবিবার রাত দশটায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি-বরগুনা) আব্দুল্লাহ আল মামুন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বিষয়টি ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশ্চিত করেন।
উপজেলার কাজিরহাট এলাকা থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম পিন্টুর (তালা প্রতীক) নির্বাচনী প্রচারণার অফিস থেকে ১টি টেলিভিশন জব্দ করা হয়। একই সাথে পার্শ্ববর্তী খানেরহাট এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণার দায়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী (হাঁস প্রতীক) মোসাম্মৎ রিনা গাজির এক সমর্থককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বেতাগী সরকারি কমিশনার (ভূমি) বিপুল সিকদার বলেন,’ এর আগেও আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী (ঘোড়া প্রতীক) খ.ম ফাহারিয়ার সংগ্রাম আমিনুলকে ২৫ হাজার টাকা, আমিনুল ইসলাম খান শিপনকে (কাপ- পিরিচ প্রতীক) ৫ হাজার টাকা, মাকসুদুর রহমান ফোরকানের (চিংড়ি মাছ প্রতীক) এক সমর্থককে ৩ হাজার টাকা, ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম পিন্টুকে(তালা প্রতীক) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন,’ উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন সময়ে আচরণবিধি অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।’