দ্বিতীয় ধাপের মনোনয়ন দাখিল শেষ
বেতাগী(বরগুনা)প্রতিনিধি:
বাংলাদেশ নিবার্চন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২১ এপ্রিল রবিাবর শেষ হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নিবার্চনের দ্বিতীয় ধাপের মনোনয়ন পত্র দাখিল। এ ধাপে অনুষ্ঠিত হবে বেতাগী উপজেলা পরিষদ নিবার্চন। এ উপজেলায় এখন পর্যন্ত অর্ধ ডজন প্রার্থী চেয়ারম্যান পদে নিবার্চনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন, যারা সবাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতিতে ভাইটাল পদধারী কেউ আবার উপজেলা নিবার্চনে লড়তে পদত্যাগ করেছেন ইউপি চেয়ারম্যানের পদ থেকেেও। আসন্ন বেতাগী উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করতে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী ভিন্ন ভিন্ন ভাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান ফোরকান, হোসনাবাদ ইউপি‘র সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খাঁন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুস সোবাহান, বেতাগী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খ.ম ফাহারিয়া সংগ্রাম আমিনুল, কেন্দ্রিয় আওয়ামী যুবলীগের সদস্য আমিনুল ইসলাম খান (শিপন),মো. রিয়াজ হোসেন, মো. রবিউল, গুনা জেলা পরিষদের সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান নাহিদ মাহমুদ হোসেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম পিন্টু, বেতাগী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, উপজেলা মহিলা আ.লীগ সভানেত্রী মিসেস পারুল আক্তার, কহিনুর নাছরীন, নিপু রানী দাস।
প্রসঙ্গত, উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভায় ৩৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১২ হাজার ৫৮৬ জন। আগামী ২৩ এপ্রিল বাছাই হবে মনোনয়নপত্র, প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল এবং ভোট গ্রহণ ২১ মে।