স্বপন কুমার ঢালী:
বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি, বন্দর ব্যাবসায়ী সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যাবসায়ী, বেতাগী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র কর্মকার শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪:৩৫ মিনিটে বরিশাল শের—ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে এবং অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। পরিবার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার গভীর রাতে তার মরদেহ পৌর মহাশ্মশানে অন্তোষ্ট্রিক্রিয়া সম্পন্ন হবে। তার মৃত্যুতে বরগুনা জেলা ও বেতাগী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর প্রকাশ করছেন। এছাড়া বেতাগীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতিসমবেদনা প্রকাশ করেছেন।