বেতাগী উপজেলার কৃতিসন্তানের সাফল্য
ডেস্ক নিউজ:
বাংলাদেশ বেতারের নিয়মিত সঙ্গীত শিল্পী হিসেবে মনোনীত হয়েছেন বেতাগী উপজেলার কৃতিসন্তান অ্যাডভোকেট মো.মাহাবুবুল ইসলাম জুয়েল। গত ১৪ জানুয়ারী বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ তাকে বরিশাল বেতারে নিয়মিত সংগীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে তালিকাভূক্ত করেন । জুয়েল বরিশাল আইনজীবী সমিতির সদস্য । তার বাড়ি বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নে।
শিক্ষা ও পেশাগত জীবন: মাহাবুবুল ইসলাম জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে আইন বিষয়ের ওপর স্নাতক ও স্নাতকত্তোর অর্জন করেন। ২০১০ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে ঊত্তীর্ণ হয়ে আইন পেশায় নিয়োজিত হন। পরে বরিশাল আইনজীবী সমিতির সদস্য হিসেবে যুক্ত হন, সুনামের সাথে আইন পেশার মাধ্যমে নাগরিকদের আইনী সহায়তা ও পরামর্শ দিয়ে আসছেন। ইতোমধ্যে তিনি বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের আইন উপদেস্টা হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন।
এছাড়া তিনি দেশী বিদেশী আইনী সংস্থার সদস্য, দুই বাংলার সাহিত্য সংগঠন (সাহিত্য নিকেতন) বরিশাল শাখার সহ -সাধারন সম্পাদক হিসেবেও দ্বায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও জুয়েল বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠণের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। ছোটবেলা থেকেই সংগীত চর্চার সাথে সাথে তিনি বেশ সাংস্কৃতিক মনা ছিলেন।
অ্যাডভোকেট মাহাবুবুল ইসলাম জুয়েল বলেন, ‘আমি প্রথমেই শ্রদ্ধা জানাই আমার সঙ্গীত জীবনের সকল শিক্ষকদের প্রতি। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন পূর্বক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সকল গুরুজন , বিচারকবৃন্দ ও বাংলাদেশ বেতার বরিশাল কর্তপক্ষকে। এছাড়াও তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করে আরো বলেন, ‘আইন পেশায় সময়ের বেশ অভাব , তাও আমি সংগিতের প্রতি টান ও ভালোবাসা ধরে রাখতে চাই। সংগিত আমাদের বাঙালীর জীবনের ঐতিহ্য ও চেতনা।
ধন্যবাদ প্রিয় ছোট ভাই ইরান, খুব ভালো লাগছে তোমাদের এই ভালো লাগা ও ভালোবাসা পেয়ে। আমি সত্যি খুব আনন্দিত। তোমাদের এই ভালোবাসা পেয়ে আমি ধন্য। দুআ করো আমি যেন আইনী সহায়তা ও সংগীতের মাধ্যমে মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে পারি। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, ভালো থেকো।
শুভ কামনা রইলো।।।
বেতাগী টুডে’র সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।