বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার সাবেক জেলা প্রসাশক মো: হাবিবুর রহমানের নারীর সাথে অনৈতিক ভিডিও ভাইরাল হওয়ায় বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছেন।এক নারীর সঙ্গে ‘ঘনিষ্ঠ মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে সমালোচিত যুগ্ম সচিব হাবিবুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই যুগ্ম সচিব বরগুনার সাবেক জেলা প্রশাসক (ডিসি)।
পরে পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হন। এত দিন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিভাগে সংযুক্ত ছিলেন। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।সম্প্রতি দুটি ভিডিও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও নিয়ে বরগুনায় ব্যাপক আলোচনা হয়। এ আলোচনার কারণ হলো হাবিবুর রহমান প্রায় আড়াই বছর সেখানকার জেলা প্রশাসক ছিলেন। সেখানেই ঘটনাটি ঘটেছে বলে আলোচনা রয়েছে।