নাঈম ইসলাম:
বরগুনা—২ (বেতাগী,বামনা,পাথরঘাটা) আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন ও তার স্ত্রী রওনক রহমানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার (১৬ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। এ সময় দুদকের পক্ষে প্রসিকিউটর রেজাউল করিম রেজা ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে শুনানি করেন। আদালতে দুদকের পরিদর্শক আমির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও সাবেক সাংসদ রিমনসহ চার সংসদ সদস্য ও তাদের পরিবারের ঘনিষ্ঠজনসহ মোট দশ জনকে বিদেশ গমনে এ নিষেধাজ্ঞার আদেশ জারি করেন আদালত।
নিষেধাজ্ঞার আবেদনে যা বলা হয়েছে: বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলা নিয়ে গঠিত (বরগুনা—২) আসনে আওয়ামী লীগের ব্যানারে তিন বারের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান, তাঁর স্ত্রী রওনক রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, সাবেক এমপি রিমনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে আয়বহির্ভূত সম্পদের পাহাড় গড়ার অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, শওকত হাচানুর রহমান রিমন ও তাঁর পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে (বরিশালের আগুরপুর রোড, রুপাতলী, জাগুয়া, দক্ষিণ আলেকান্দায়; বরগুনার কাঠালতলী, মাদারতলী, রায়হানপুর, গহরপুর, চরলাঠিমারা; ঢাকার নলটোনা, নতুন শহর এলাকা ছাড়াও অন্যান্য এলাকায়) এবং দেশের বাইরে—যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কানাডাসহ অন্যান্য দেশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি শওকত হাচানুর রহমান রিমন ও তাঁর স্ত্রী রওনক রহমান দেশ ছেড়ে পালিয়ে গিয়ে তাদের স্থাবর—অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। দুদকের বিশেষ পিপি রেজাউল করিম নিষেধাজ্ঞার আবেদন শুনানি করেন।
নিষেধাজ্ঞার আওতায় বাকি তিন সাবেক সংসদ সদস্যরা হলেন— (যশোর—৬) আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার, (গাইবান্ধা—৪) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, (চট্টগ্রাম—১৬) আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।