বিশেষ প্রতিনিধি
বেতাগী বামনা ও পাথরঘাটা উপজেলা নিয়ে গঠিত বরগুনা ২ আসনে ভোটারের উপস্থিতি কম থাকলেও কোনো ধরণের সহিংসতা ছাড়াই শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনের ভোট গ্রহণ। এতে লাখ ভোটের ও বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সুলতানা নাতিরা (এমপি)। তিনি এর আগেও সংরক্ষিত নারী সংসদ সদস্য ছিলেন। তিনি বরগুনা ২ আসনের প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলু এঁর সহধর্মিনী।
ভোটার অধ্যুষিত বরগুনা ২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ২৪৭। এর মধ্যে ১১৪ টি কেন্দ্রে মোট ভোট গ্রহণ হয়েছে ১,৫৪,৬৮৪। এতে আওয়ামী লীগের(নৌকা প্রতিক) প্রার্থী সুলতানা নাদিরা ভোট পেয়েছেন ১,৪৮,০৩২ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনএম (নোঙর) আবদুর রহমান খোকন পেয়েছেন ১৯৫১ ভোট। এ আসনে স্বতন্ত্র সহ বিভিন্ন রাজনৈতিক দলের ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।