বিশেষ প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও বেতাগীতে নেই ছাত্রলীগের কমিটি। এছাড়াও অপূর্ণাঙ্গ রয়েছে উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সাতটি ইউনিয়ন যুবলীগের কমিটি। ফলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে নেতাকর্মীদের মাঝে হতাশা, চাপা ক্ষোভসহ সাংগঠনিক কাজে দেখা দিয়েছে অচলাবস্থা। তাই ৭ জানুয়ারীর নিবার্চনে নৌকাকে বিজয়ী করতে দুশ্চিন্তায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জানা যায়, গত ২০২২ সালের ২১ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ হবার কারণ দেখিয়ে বিলুপ্ত ঘোষণা করা হয় বেতাগী উপজেলা ছাত্রলীগের কমিটি। পরে ২৭ অক্টোবর কর্মীসভা অনুষ্ঠিত হয়। এরমধ্যে পার হয়েছে দীর্ঘসময়, শুধু ঘোষণা করা হয়নি কমিটি। এদিকে উপজেলা ছাত্রলীগ কমিটিবিহীন থাকায় স্থানীয় ছাত্রলীগের নেতা—কর্মীদের ভেতর পদ নিয়ে চলছে উত্তেজনা—সংঘাত ও সংঘর্ষ, একের পর এক হামলা মামলা। গ্রুপিং ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে পুড়ছে ছাত্রলীগ নেতারা। ইতিমধ্যে পদপদবীর বদলে ক্ষমতার প্রভাব বিস্তার নিয়ে অভ্যন্তরীণ সংঘাতে আহত হয়েছেন অনেকে। যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। উপজেলা ছাত্রলীগের ভাইটাল পদ প্রত্যাশী একাধিক ছাত্রলীগ নেতা জানান,‘ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বেতাগী উপজেলা ছাত্রলীগের ভূমিকা অপরসীম। কিন্তু কমিটি না থাকায় আমরা আজ অভিভাবক শূন্য। দ্রুত নতুন কমিটি ঘোষণা অত্যন্ত জরুরী, আমরা নেতৃত্বহীনতায় ভুগছি। বিএনপি জামাতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাস প্রতিহত করতে যারা সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে তাদের হাতেই দায়িত্ব দেয়ার দাবী তাদের।
এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, বেতাগী উপজেলা ছাত্রলীগের কিছু ত্রুটি বিচ্যুতির কারণে নতুন কমিটি ঘোষণায় বিলম্ব হচ্ছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা নিয়ে আমরা দ্রুত কমিটি ঘোষণা করবো।
এদিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি উপজেলা আওয়ামীলীগ ও বেতাগী পৌর আওয়ামী লীগের। একাধিক নেতাকর্মী বলেন,‘ আমরা যে নিবার্চনকে ঘিরে সরকারের উন্নয়ন প্রচারে মাঠে কাজ করবো আমাদের বর্তমান পরিচয় কি? আমরা সবাই সাবেক নেতাকর্মী। সবাই স্বার্থ হাসিল করতে নিজেদের ব্যক্তি দলকে ভাড়ী দেখানোর জন্য আমাদের নাকে দড়ি লাগিয়ে ঘুরাচ্ছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান বলেন,‘ বেতাগী উপজেলা আওয়ামীলীগের অপূর্ণাঙ্গ কমিটি আসন্ন সংসদ নিবার্চনে নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে এটি চিরন্তন সত্য। সম্মেলনের পরও অনেকটা সময় পার হয়ে গেছে, তাই অচিরেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করা হবে।’
এছাড়াও সাত ইউনিয়নের যুবলীগের সম্মেলন শেষ হয়েছে তাও প্রায় এক বছর। কিন্তু কমিটি গঠনের কোনো সাড়া নেই, তাই চরম ক্ষুব্ধ ইউনিয়ন পযার্য়ের নেতাকর্মীরা। তাদের মতে শুধুমাত্র মনোনয়ন প্রত্যাশী নেতারা নিজস্ব দলীয় মহরার কাজে তাদের দিয়ে ব্যানার ফেষ্টুনের রাজনীতি করাচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন? এর প্রভাব পরবে সংসদ নিবার্চনে।