ঢাকা , শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার ১৫০ মণ্ডপে হবে দুর্গাপূজা, শেষ সময়ে ব্যস্ত মৃৎশিল্পীরা

  • প্রতিবেদক:
  • আপডেট টাইম ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • ১২ ভিউ

বরগুনা প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে এ উৎসব। তাই দুর্গাপূজাকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। প্রতিমা তৈরির কাজ শেষ করতে দিনরাত পরিশ্রম করছেন তারা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলা শাখার তথ্য মতে, এ বছর বরগুনা জেলায় ১৫০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন চলছে। এরমধ্যে সদরে ২৩টি, আমতলীতে ১৪টি, তালতলীতে ১৩টি, বামনায় ১৬টি, পাথরঘাটায় ৪৮টি এবং বেতাগীতে ৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।জেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, দুর্গোৎসবের প্রস্তুতির জন্য খুব দ্রুত গতিতে কাজ চলছে। কারিগর থেকে শুরু করে আলোকসজ্জা, তোরণ নির্মাণ প্রতিষ্ঠানগুলোর দম ফেলার ফুরসত নেই। স্থানীয় স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন মণ্ডপগুলোতে।বরগুনা সদরের কুমড়াখালী সার্বজনীন শ্রী শ্রী মন্দিরে প্রতিমা তৈরির কাজ করছেন মৃৎশিল্পী সুখময়। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই প্রতিমা তৈরির কাজ করি। এ বছর প্রতিমা তৈরির খরচ বেড়লেও আমরা সাধ্যমতো কম খরচে ভালো মানের প্রতিমা তৈরি করতে চেষ্টা করেছি। এবার কাজের পরিধি বাড়ায় দিনরাত পরিশ্রম করে প্রতিমা তৈরির কাজ শেষ করার চেষ্টা করছি। সময়মত পূজা উদযাপন কমিটির নিকট প্রতিমা হস্তান্তর করা হবে। বরগুনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখঞ্জন শীল বলেন, এবছর বরগুনায় ৬টি উপজেলায় ১৫০টি দুর্গাপূজা মন্ডপে প্রস্তুতির কাজ চলছে। ইতোমধ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। মন্ডপগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা দায়িত্ব পালন করবে।

ট্যাগ

মন্তব করুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল

বরগুনার ১৫০ মণ্ডপে হবে দুর্গাপূজা, শেষ সময়ে ব্যস্ত মৃৎশিল্পীরা

আপডেট টাইম ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

বরগুনা প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে এ উৎসব। তাই দুর্গাপূজাকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। প্রতিমা তৈরির কাজ শেষ করতে দিনরাত পরিশ্রম করছেন তারা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলা শাখার তথ্য মতে, এ বছর বরগুনা জেলায় ১৫০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন চলছে। এরমধ্যে সদরে ২৩টি, আমতলীতে ১৪টি, তালতলীতে ১৩টি, বামনায় ১৬টি, পাথরঘাটায় ৪৮টি এবং বেতাগীতে ৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।জেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, দুর্গোৎসবের প্রস্তুতির জন্য খুব দ্রুত গতিতে কাজ চলছে। কারিগর থেকে শুরু করে আলোকসজ্জা, তোরণ নির্মাণ প্রতিষ্ঠানগুলোর দম ফেলার ফুরসত নেই। স্থানীয় স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন মণ্ডপগুলোতে।বরগুনা সদরের কুমড়াখালী সার্বজনীন শ্রী শ্রী মন্দিরে প্রতিমা তৈরির কাজ করছেন মৃৎশিল্পী সুখময়। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই প্রতিমা তৈরির কাজ করি। এ বছর প্রতিমা তৈরির খরচ বেড়লেও আমরা সাধ্যমতো কম খরচে ভালো মানের প্রতিমা তৈরি করতে চেষ্টা করেছি। এবার কাজের পরিধি বাড়ায় দিনরাত পরিশ্রম করে প্রতিমা তৈরির কাজ শেষ করার চেষ্টা করছি। সময়মত পূজা উদযাপন কমিটির নিকট প্রতিমা হস্তান্তর করা হবে। বরগুনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখঞ্জন শীল বলেন, এবছর বরগুনায় ৬টি উপজেলায় ১৫০টি দুর্গাপূজা মন্ডপে প্রস্তুতির কাজ চলছে। ইতোমধ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। মন্ডপগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা দায়িত্ব পালন করবে।