ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

স্কুলড্রেস পরে অভিনব কায়দায় ডাকাতি

  • প্রতিবেদক:
  • আপডেট টাইম ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • ১৬ ভিউ

ময়মনসিংহের পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ খাসপার মাস্টারপাড়া এলাকায় নাজমা আক্তার সুফিয়ার বাসায় স্কুলড্রেস পরে অভিনব কায়দায় ডাকাতি করার অভিযোগ উঠেছে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

ভুক্তভোগী নাজমা আক্তার সুফিয়া বলেন, সকালের দিকে স্কুলড্রেস পরা অবস্থায় এক যুবক আমার বাসার গেটে নক করে, জিজ্ঞেস করলাম কে, উত্তরে বলল আমার ছেলের বন্ধু হয়, গেট খুলে দেওয়ার পর বাসার ভিতরে ঢুকে আমার গলায় ছুরি ধরে বলছিল টাকা-পয়সা যা আছে সব দিয়ে দিতে এবং আলমারির চাবি দিতে। আমি দিতে অস্বীকার করায় এলোপাতাড়ি আমার হাতে ছুড়ি দিয়ে বেশ কয়েকটি আঘাত করে, যাওয়ার সময় আমার ব্যাগসহ আট থেকে দশ হাজার টাকা নিয়ে যায়। পরে আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করেন।

প্রতিবেশী বালিজুরী হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন, এ বাসায় ভাড়াটিয়া আমার ছোট ভাইয়ের আত্মীয়। দিনদুপুরে এভাবে একটি বাসায় ডাকাতি হলো- এতে করে আমরা এলাকাবাসী আতঙ্কিত অবস্থায় আছি।

বাসার মালিক মো. নাজমুল জানান আমাদের মাস্টারপাড়ায় এই এলাকায় প্রায়ই এ ধরনের চুরি ডাকাতির ঘটনা দিনদুপুরে ঘটে থাকে। স্থানীয় প্রশাসনের অবহেলার কারণে আমরা এ ধরনের ঘটনার সম্মুখীন হয়ে থাকি।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত ওসি রাশেদুল ইসলাম বলেন, ঘটনাটির বিষয়ে আমরা অবগত আছি, সুষ্ঠু তদন্ত এবং আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ট্যাগ

মন্তব করুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল

স্কুলড্রেস পরে অভিনব কায়দায় ডাকাতি

আপডেট টাইম ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪

ময়মনসিংহের পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ খাসপার মাস্টারপাড়া এলাকায় নাজমা আক্তার সুফিয়ার বাসায় স্কুলড্রেস পরে অভিনব কায়দায় ডাকাতি করার অভিযোগ উঠেছে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

ভুক্তভোগী নাজমা আক্তার সুফিয়া বলেন, সকালের দিকে স্কুলড্রেস পরা অবস্থায় এক যুবক আমার বাসার গেটে নক করে, জিজ্ঞেস করলাম কে, উত্তরে বলল আমার ছেলের বন্ধু হয়, গেট খুলে দেওয়ার পর বাসার ভিতরে ঢুকে আমার গলায় ছুরি ধরে বলছিল টাকা-পয়সা যা আছে সব দিয়ে দিতে এবং আলমারির চাবি দিতে। আমি দিতে অস্বীকার করায় এলোপাতাড়ি আমার হাতে ছুড়ি দিয়ে বেশ কয়েকটি আঘাত করে, যাওয়ার সময় আমার ব্যাগসহ আট থেকে দশ হাজার টাকা নিয়ে যায়। পরে আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করেন।

প্রতিবেশী বালিজুরী হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন, এ বাসায় ভাড়াটিয়া আমার ছোট ভাইয়ের আত্মীয়। দিনদুপুরে এভাবে একটি বাসায় ডাকাতি হলো- এতে করে আমরা এলাকাবাসী আতঙ্কিত অবস্থায় আছি।

বাসার মালিক মো. নাজমুল জানান আমাদের মাস্টারপাড়ায় এই এলাকায় প্রায়ই এ ধরনের চুরি ডাকাতির ঘটনা দিনদুপুরে ঘটে থাকে। স্থানীয় প্রশাসনের অবহেলার কারণে আমরা এ ধরনের ঘটনার সম্মুখীন হয়ে থাকি।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত ওসি রাশেদুল ইসলাম বলেন, ঘটনাটির বিষয়ে আমরা অবগত আছি, সুষ্ঠু তদন্ত এবং আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।