চট্টগ্রাম ব্যুরো অফিস:
লক্ষ্মীপুরে মাদক সেবনের (নেশা) জন্য টাকা না দেওয়ায় মা কিরণ বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত কাউছার হোসেন। সোমবার বিকালে আটক কাউছারকে গ্রেফতার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। সকালে নিহতের স্বামী আবুল খায়ের সদর মডেল থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের আব্দুল গণি মিজি বাড়িতে কাউছার তার মা কিরণকে কুপিয়ে হত্যা করে। রাতেই স্থানীয়দের সহযোগিতায় কাউছারকে আটক করে পুলিশ।
স্থানীয়রা জানান, কাউছার মাদকসেবী। নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রেও (রিহাব) ভর্তি করা হয়েছিল। কিন্তু ভালো হয়নি। সে কোনো কাজকর্মও করত না। মাদকের টাকার জন্য প্রায়ই মায়ের সঙ্গে খারাপ আচরণ করত। সর্বশেষ মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে কাউছার তার মাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, কিরণ বেগমকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। কাউছারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।