ঢাকা , শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে ভাইয়ের আসনে নৌকা চান হতে চান সাবেক উপাচার্য

  • প্রতিবেদক:
  • আপডেট টাইম ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • ১৪ ভিউ

ময়মনসিংহে ভাইয়ের আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য আনোয়ার হোসেন। এজন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন তিনি। সোমবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম কেনেন আনোয়ার হোসেন।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা রেমন্ড আরেং বলেন, সাবেক উপাচার্য আনোয়ার হোসেন ময়মনসিংহের নেত্রকোনা-৫ আসনের (পূর্বধলা) জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি নিজেই ফরম সংগ্রহ করতে এসেছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহ করে তিনি নিয়ে গেছেন। আনোয়ার হোসেন যে আসনের জন্য ফরম নিয়েছেন সেই আসনের বর্তমান সংসদ সদস্য তারই ছোট ভাই ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক। অধ্যাপক আনোয়ার হোসেন ও ওয়ারেসাত হোসেন বেলাল প্রয়াত কর্নেল তাহেরের ছোট ভাই।

বেলাল পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য। আর আনোয়ার হোসেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের স্থায়ী কমিটির সদস্য। শারীরিক অসুস্থতাজনিত কারণে ওয়ারেসাত হোসেন বেলাল এবার নৌকার মনোনয়ন চাইছেন না বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।

আনোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। ২০১২-১৪ সময়ে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, আমার ছোট ভাই এই আসনে তিনবারের সংসদ সদস্য ছিলেন। সে কিছুদিন যাবত অসুস্থ। সে অসুস্থ হয়ে যাওয়ার পর এলাকার নেতাকর্মীরা আমার সঙ্গে যোগাযোগ করছেন আমি যেন এই আসনে নৌকার হাল ধরি। তাদের কথা এবং দেশের উন্নয়নের কথা চিন্তা করে আমি প্রার্থী হয়েছি। এছাড়া ১/১১ সময়েও আমি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিলাম। যদিও জাসদের স্থায়ী কমিটির সদস্য কিন্তু ওই উপজেলায় জাসদ থেকে নির্বাচন করার মতো সাংগঠনিক অবস্থা নাই। তাই আমি মনে করছি, নৌকার মনোনয়ন পেলে এলাকার এবং দেশের উন্নয়নে কাজ করার সুযোগ পাব।

ট্যাগ

মন্তব করুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল

ময়মনসিংহে ভাইয়ের আসনে নৌকা চান হতে চান সাবেক উপাচার্য

আপডেট টাইম ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

ময়মনসিংহে ভাইয়ের আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য আনোয়ার হোসেন। এজন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন তিনি। সোমবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম কেনেন আনোয়ার হোসেন।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা রেমন্ড আরেং বলেন, সাবেক উপাচার্য আনোয়ার হোসেন ময়মনসিংহের নেত্রকোনা-৫ আসনের (পূর্বধলা) জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি নিজেই ফরম সংগ্রহ করতে এসেছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহ করে তিনি নিয়ে গেছেন। আনোয়ার হোসেন যে আসনের জন্য ফরম নিয়েছেন সেই আসনের বর্তমান সংসদ সদস্য তারই ছোট ভাই ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক। অধ্যাপক আনোয়ার হোসেন ও ওয়ারেসাত হোসেন বেলাল প্রয়াত কর্নেল তাহেরের ছোট ভাই।

বেলাল পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য। আর আনোয়ার হোসেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের স্থায়ী কমিটির সদস্য। শারীরিক অসুস্থতাজনিত কারণে ওয়ারেসাত হোসেন বেলাল এবার নৌকার মনোনয়ন চাইছেন না বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।

আনোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। ২০১২-১৪ সময়ে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, আমার ছোট ভাই এই আসনে তিনবারের সংসদ সদস্য ছিলেন। সে কিছুদিন যাবত অসুস্থ। সে অসুস্থ হয়ে যাওয়ার পর এলাকার নেতাকর্মীরা আমার সঙ্গে যোগাযোগ করছেন আমি যেন এই আসনে নৌকার হাল ধরি। তাদের কথা এবং দেশের উন্নয়নের কথা চিন্তা করে আমি প্রার্থী হয়েছি। এছাড়া ১/১১ সময়েও আমি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিলাম। যদিও জাসদের স্থায়ী কমিটির সদস্য কিন্তু ওই উপজেলায় জাসদ থেকে নির্বাচন করার মতো সাংগঠনিক অবস্থা নাই। তাই আমি মনে করছি, নৌকার মনোনয়ন পেলে এলাকার এবং দেশের উন্নয়নে কাজ করার সুযোগ পাব।