
বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল রয়েছে ভারতের ধর্মশালায়। শনিবার আফগান ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে টাইগারদের।
Advertisement
সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি বিশ্বকাপ মিশন শুরুর আগের দিন, শুক্রবার চীনের হুয়াংজুতে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশের আরেকটি ক্রিকেট দল।
এদিন হুয়াজুংর ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্রিকেট মাঠে টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত।
প্রথমে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় সাইফ হাসানের নেতৃত্বাধীন দলটি। চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
টার্গেট তাড়া করতে নেমে ঋতুরাজ গায়কোদ ও তিলক ভর্মার ব্যাটিং তাণ্ডবে ৬৪ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয় পায় ভারত। এই জয়ে ফাইনালে উঠে যায় তারা।
শুক্রবার আরেক সেমিফাইনালে পাকিস্তানকে ১১৫ রানে ধসিয়ে দিয়ে ১৩ বল হাতে রেখে ৪ উইকেটের দাপুটে জয় পায় আফগানিস্তান।
শনিবার দুপুর ১২টায় স্বর্ণ জয়ের লক্ষ্যে ফাইনাল ম্যাচ মুখোমুখি হবে ভারত- আফগানিস্তান। এদিন সকাল ৭টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে যারা জিতবে তারা ব্রোঞ্জ পদক পাবে।