ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড়ে নিহতের দাফন সম্পন্ন: প্রশাসনের আর্থিক সহায়তা

  • প্রতিবেদক:
  • আপডেট টাইম ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ১৮ ভিউ

নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ।

বরগুনার বেতাগীতে ঘূর্ণিঝড় ‘দানা’র ঝড়ো বাতাসে গাছ চাপা পড়ে নিহত আশরাফ আলীর(৬১) নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল নয়টায় উপজেলার সদর ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন বরগুনা—বরিশাল মহাসড়কের ওপর জানাজা নামাজ শেষে ছোট মোকামিয়া গ্রামের নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে নিহতের মরদেহ দাফন করা হয়।
পরে শোকাহত পরিবারের সাথে স্বাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপণ করেন বেতাগী উপজেলা নিবার্হী অফিসার ফারুক আহমেদ, এসময়ে নিহত আশরাফ আলীর তিন ছেলে ও দুই মেয়েকে সান্ত্বনা দেন ওই কর্মকর্তা। একইসাথে বেতাগী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ(বিশ হাজার টাকা) সহায়তা করেন এবং বেলা ১১টায় বরগুনা জেলা প্রশাসনের পক্ষ্যে নগদ অর্থ সহায়তা বাবদ(পচিঁশ হাজার টাকা) প্রদান করেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে হঠাৎ ঝড়ো হাওয়ায় গাছ ভেঙে ডালের চাপায় উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কিসমত করুনা নামক এলাকার বাসিন্দা আশরাফ আলী(৬১) নামের এক বৃদ্ধ নিহত হন। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন। স্থানীয়রা জানান, পানের বরজে কাজ করতে যাওয়ার সময় নিহত আশরাফ আলী হঠাৎ ঝড়ের কবলে পরেন। এসময় প্রচন্ড বাতাসের তান্ডবে গাছের ডাল ভেঙে নিহতের মাথায় আঘাত লাগে ও প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘূর্ণিঝড় ‘দানায়’ এখন পর্যন্ত জানমালের ক্ষয়ক্ষতির তথ্যমতে সারাদেশে নিহতের ঘটনা একটি। এ ঘটনায় নিহত আশরাফ আলীর পরিবারের চলছে শোকের মাতম। এমন আকস্মিক মৃত্যুতে এলাকাজুঁড়েও নেমে এসছে শোকের ছায়া

বেতাগী উপজেলা নিবার্হী অফিসার ফারুক আহমেদ বলেন,‘ এমন অনাকাঙ্খিত মৃত্যু বেশ হৃদয় বিদারক, আমি পরিবারটির প্রতি গভির সমবেদনা জ্ঞাপণ করছি। তিনি আরো বলেন, ঘটনার সাথে সাথে নিহতের পরিবারের পাশে ছিলো বেতাগী উপজেলা প্রশাসন। ইতিপূর্বে পরিবারকে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ বিশ ও পচিঁশ হাজার টাকা নগদ অর্থসহ খাদ্যসহায়তা করা হয়েছে, আজ দাফন শেষে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। এছাড়াও যেকোনো প্রয়োজনে বেতাগী উপজেলা প্রশাসন পরিবারটির পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেন তিনি।

ট্যাগ

মন্তব করুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল

ঘূর্ণিঝড়ে নিহতের দাফন সম্পন্ন: প্রশাসনের আর্থিক সহায়তা

আপডেট টাইম ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

বরগুনার বেতাগীতে ঘূর্ণিঝড় ‘দানা’র ঝড়ো বাতাসে গাছ চাপা পড়ে নিহত আশরাফ আলীর(৬১) নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল নয়টায় উপজেলার সদর ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন বরগুনা—বরিশাল মহাসড়কের ওপর জানাজা নামাজ শেষে ছোট মোকামিয়া গ্রামের নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে নিহতের মরদেহ দাফন করা হয়।
পরে শোকাহত পরিবারের সাথে স্বাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপণ করেন বেতাগী উপজেলা নিবার্হী অফিসার ফারুক আহমেদ, এসময়ে নিহত আশরাফ আলীর তিন ছেলে ও দুই মেয়েকে সান্ত্বনা দেন ওই কর্মকর্তা। একইসাথে বেতাগী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ(বিশ হাজার টাকা) সহায়তা করেন এবং বেলা ১১টায় বরগুনা জেলা প্রশাসনের পক্ষ্যে নগদ অর্থ সহায়তা বাবদ(পচিঁশ হাজার টাকা) প্রদান করেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে হঠাৎ ঝড়ো হাওয়ায় গাছ ভেঙে ডালের চাপায় উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কিসমত করুনা নামক এলাকার বাসিন্দা আশরাফ আলী(৬১) নামের এক বৃদ্ধ নিহত হন। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন। স্থানীয়রা জানান, পানের বরজে কাজ করতে যাওয়ার সময় নিহত আশরাফ আলী হঠাৎ ঝড়ের কবলে পরেন। এসময় প্রচন্ড বাতাসের তান্ডবে গাছের ডাল ভেঙে নিহতের মাথায় আঘাত লাগে ও প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘূর্ণিঝড় ‘দানায়’ এখন পর্যন্ত জানমালের ক্ষয়ক্ষতির তথ্যমতে সারাদেশে নিহতের ঘটনা একটি। এ ঘটনায় নিহত আশরাফ আলীর পরিবারের চলছে শোকের মাতম। এমন আকস্মিক মৃত্যুতে এলাকাজুঁড়েও নেমে এসছে শোকের ছায়া

বেতাগী উপজেলা নিবার্হী অফিসার ফারুক আহমেদ বলেন,‘ এমন অনাকাঙ্খিত মৃত্যু বেশ হৃদয় বিদারক, আমি পরিবারটির প্রতি গভির সমবেদনা জ্ঞাপণ করছি। তিনি আরো বলেন, ঘটনার সাথে সাথে নিহতের পরিবারের পাশে ছিলো বেতাগী উপজেলা প্রশাসন। ইতিপূর্বে পরিবারকে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ বিশ ও পচিঁশ হাজার টাকা নগদ অর্থসহ খাদ্যসহায়তা করা হয়েছে, আজ দাফন শেষে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। এছাড়াও যেকোনো প্রয়োজনে বেতাগী উপজেলা প্রশাসন পরিবারটির পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেন তিনি।