বেতাগী প্রতিনিধি:
সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বেতাগী উপজেলার পাঁচ ইউনিয়নে যুবলীগের কমিটি ঘোষণা দেয়া হয়েছে। ১২ জুলাই শুক্রবার বেতাগী উপজেলা যুবলীগের সভাপতি মো.জহিরুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান জুয়েল রানার যৌথ স্বাক্ষরিত সাংগঠনিক বিশেষ পত্রে আগামী তিন বছরের জন্য ওই ৫ টি ইউনিয়নে যুবলীগের একাধিক ভাইটাল পদ উল্লেখ করে আংশিক কমিটি অনুমোদন করা হয়।
এদিকে সদ্য জেলা যুবলীগ কতৃর্ক বরগুনা জেলার বিভিন্ন উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দের জীবনবৃত্তান্ত জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এর পরপরই বেতাগী উপজেলার ওই ৫ ইউনিয়নে কমিটি ঘোষণা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক নেতাকর্মী। কেউ কেউ বলছেন উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হবে জেনে বর্তমান সভাপতি ও সম্পাদক কর্মীদের সঠিক মূল্যায়ন ছাড়াই নিজস্ব ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেউ কেউ নিন্দনীয় উক্তি প্রকাশ করছেন। মন্তব্যের ঘরে নানা ইতিবাচক ও নেতিবাচক যুক্তিতর্কের ছড়াছড়ি।
সদ্য প্রকাশিত উপজেলার বিবিচিন ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে মো. সিদ্দিকুর রহমান, সাধারণ মো. শফিকুল ইসলাম, মোকামিয়া ইউনিয়নে সভাপতি মো. দেলোয়ার হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, বুড়ামজুমদার ইউনিয়নে সভাপতি মো. শহিদুল ইসলাম নাসির, সাধারণ সম্পাদক মহিদুজ্জামান রণ, এবং কাজিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে এইচএম সজিব ও মো. তারেকুজ্জামান তারেক—কে সাধারণ সম্পাদক করে ভাইটাল পদসহ আংশিক কমিটি ঘোষণা করা হয়। এসকল নেতাকর্মীদের ওই পাঁচ ইউনিয়নে আগামী তিন বছরের মেয়াদে যুবলীগের নেতৃত্ব দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন বেতাগী উপজেলা যুবলীগ।
এ বিষয়ে বেতাগী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান জুয়েল রানা বলেন,‘ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের দীর্ঘদিন যাবত যাচাই—বাছাই করে আগামী তিন বছরের জন্য উপজেলার পাঁচটি ইউনিয়নে সভাপতি/ সম্পাদক এবং বেশ কিছু ভাইটাল পদসহ নাম ঘোষণা করে কমিটি অনুমোদন করা হয়েছে। সদ্য ইউনিয়নের নেতৃত্ব পাওয়া সভাপতি ও সাধারণ সম্পাদক স্ব—স্ব ইউনিয়নে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা যুবলীগের দপ্তরে জমা দিবেন।