ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে গভির রাতে নির্বাচনি ক্যাম্পে আগুন

  • প্রতিবেদক:
  • আপডেট টাইম ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • ৮ ভিউ

পটুয়াখালীর মির্জাগঞ্জে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ নিবার্চনি ক্যাম্প।


আসন্ন তৃতীয় ধাপের পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারণা ক্যাম্পে দুবৃর্ত্তরা গভিররাতে আগুন দেয়ার দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত তিনটার দিকে উপজেলার মহিষকাটা খেয়াঘাট সংলগ্ন আন্দুয়া নামক স্থানে ঘটনাটি ঘটে। ওই নিবার্চনি ক্যাম্পটি স্বতন্ত্র প্রার্থী আশ্রাফ আলী হাওলাদারের(আনারস) বলে নিশ্চিত করেন স্থানীয়রা। তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি। এদিকে আগুনের সূত্রপাতের কারন না জানতে পারলেও আনারস প্রতীকের প্রার্থী ও সমর্থকদের ধারণা কোনো প্রতিপক্ষই ষড়যন্ত্র করে এমনটা ঘটিয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো ধরণের অভিযোগ কিংবা মামলা হয়নি বলে জনিয়েছেন পুলিশ।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গত ১০ মে স্বতন্ত্র প্রার্থী আশ্রাফ আলী হাওলাদারের সমার্থকরা মহিষকাটা খেয়াঘাটের পূর্বপাড়ে আন্দুয়ায় একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে নির্বাচনী ক্যাম্প খুলেন। শনিবার গভির রাতে ওই ক্যাম্পে আগুন দেয় দুবৃর্ত্তরা। ক্যাম্পের পাশেই মসজিদ থাকায় মুয়াজ্জিন ঘরটি আগুনে পুড়তে দেখে মসজিদের মাইকে এলাকাবাসীকে জানয়। পরে এলাকাবাসির প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নেয়।


আনরস প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী আশ্রাফ আলী হাওলাদার বলেন, নির্বাচনে আমার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে এটি নিশ্চিত। বিষয়টি খুবই দূঃখজনক, আমি আইনের আশ্রয় নিবো। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মির্জাগঞ্জ থানার ওসি মো.হাফিজুর রহমান।


উল্লেখ্য, মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নিবার্চনে তিনটি পদে মোট প্রার্থী ১৩ জন। উপজেলার ৬টি ইউনিয়নের ৪৩টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৮৯৫। আগামী ২৯মে ভ্যালোটের মাধ্যমে মিজার্গঞ্জ উপজেলা পরিষদ নিবার্চনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগ

মন্তব করুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল

মির্জাগঞ্জে গভির রাতে নির্বাচনি ক্যাম্পে আগুন

আপডেট টাইম ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪


আসন্ন তৃতীয় ধাপের পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারণা ক্যাম্পে দুবৃর্ত্তরা গভিররাতে আগুন দেয়ার দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত তিনটার দিকে উপজেলার মহিষকাটা খেয়াঘাট সংলগ্ন আন্দুয়া নামক স্থানে ঘটনাটি ঘটে। ওই নিবার্চনি ক্যাম্পটি স্বতন্ত্র প্রার্থী আশ্রাফ আলী হাওলাদারের(আনারস) বলে নিশ্চিত করেন স্থানীয়রা। তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি। এদিকে আগুনের সূত্রপাতের কারন না জানতে পারলেও আনারস প্রতীকের প্রার্থী ও সমর্থকদের ধারণা কোনো প্রতিপক্ষই ষড়যন্ত্র করে এমনটা ঘটিয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো ধরণের অভিযোগ কিংবা মামলা হয়নি বলে জনিয়েছেন পুলিশ।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গত ১০ মে স্বতন্ত্র প্রার্থী আশ্রাফ আলী হাওলাদারের সমার্থকরা মহিষকাটা খেয়াঘাটের পূর্বপাড়ে আন্দুয়ায় একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে নির্বাচনী ক্যাম্প খুলেন। শনিবার গভির রাতে ওই ক্যাম্পে আগুন দেয় দুবৃর্ত্তরা। ক্যাম্পের পাশেই মসজিদ থাকায় মুয়াজ্জিন ঘরটি আগুনে পুড়তে দেখে মসজিদের মাইকে এলাকাবাসীকে জানয়। পরে এলাকাবাসির প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নেয়।


আনরস প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী আশ্রাফ আলী হাওলাদার বলেন, নির্বাচনে আমার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে এটি নিশ্চিত। বিষয়টি খুবই দূঃখজনক, আমি আইনের আশ্রয় নিবো। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মির্জাগঞ্জ থানার ওসি মো.হাফিজুর রহমান।


উল্লেখ্য, মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নিবার্চনে তিনটি পদে মোট প্রার্থী ১৩ জন। উপজেলার ৬টি ইউনিয়নের ৪৩টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৮৯৫। আগামী ২৯মে ভ্যালোটের মাধ্যমে মিজার্গঞ্জ উপজেলা পরিষদ নিবার্চনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।