বেতাগী(বরগুনা)প্রতিনিধি
বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খলিলুর রহমান খাঁনকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার। রবিবার বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল হাই আল হাদী কর্তৃক স্বাক্ষরিত এক আদেশে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করে ওই চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
নোটিশে উল্লেখিত, গত ২১ এপ্রিল মনোনয়ন দাখিল পরবর্তী সময়ে বেতাগী বাজারে মিছিল ও শোডাউন করেন চেয়ারম্যান প্রার্থী খলিল যা উপজেলা পরিষদ(নিবার্চন আচারণ) বিধিমালা ২০১৬ এর ১১(১)(২) বিধি লঙ্ঘন হয়েছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কারণে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে (দুই কার্য দিবসের মধ্যে) জেলা রিটার্নিং অফিসার বরাবর লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে ওই চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমানকে।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান খাঁন বলেন, যেহেতু আমি সদ্য ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি, তাই ওই ইউনিয়নের সাধারণ মানুষ আমার সাথে সৌজন্য স্বাক্ষাত করতে এসেছিলো। এটিকে আমার প্রতিপক্ষ প্রার্থীরা একটি ইস্যু তৈরী করেছেন। খলিলুর রহমান আরো বলেন, আমরা নির্ধারিত সময়েই এর ব্যাখ্যা দিবো।