ডেস্ক নিউজ:
দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থী ঠিক করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের প্রথম সভা আজ অনুষ্ঠিত হয়েছে। এতে রংপুর ও রাজশাহী বিভাগের ৬৯ টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
শুক্র ও শনিবার মনোনয়ন বোর্ডের মুলতবি সভা অনুষ্ঠিত হবে। সব বিভাগের প্রার্থী চূড়ান্ত করে একসঙ্গে শনিবার তালিকা প্রকাশ করবে আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুর দুইটায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের প্রথম দিনের সভা শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে, আওয়ামী লীগের এবারের মনোনয়নে চমক থাকছে। সেদিকে ইঙ্গিত দিয়ে ওবায়দুল কাদের বলেন, বেশ কয়েকজন বর্তমান সংসদ সদস্য (এমপি) বাদ পড়ছেন। আগামী ২৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। তিনি বলেন, সব প্রার্থীর তালিকা একসঙ্গে প্রকাশ করা হবে।
আওয়ামী লীগ গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চারদিনে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৩০০ আসনের জন্য ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে। এতে দেখা যায় প্রতিটি আসনের বিপরীতে ১১টি করে ফরম বিক্রি হয়েছে।
প্রতিটি ফরম ৫০ হাজার টাকা করে বিক্রি হওয়ায় মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ মোট ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় করেছে।