ঢাকা , বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ইউপি চেয়ারম্যান থেকে ‘খলিলুর রহমান’ এবার উপজেলা চেয়ারম্যান

  • প্রতিবেদক:
  • আপডেট টাইম ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • ১৩ ভিউ

মো. খলিলুর রহমান খান (নবনিবার্চিত চেয়ারম্যান— বেতাগী উপজেরা পরিষদ, বরগুনা)


সদ্য অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নিবার্চিত হয়েছেন (ইউপি) চেয়ারম্যান থেকে পদত্যাগ করে উপজেলা নিবার্চনে প্রতিদ্বন্দ্বিতা করা সেই খলিলুর রহমান খান। বিপুল ভোটের ব্যবধানে হারিয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাকসুদুর রহমান ফোরকানকে।


বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীক নিয়ে খলিলুর রহমান পেয়েছেন ১২ হাজার ৩২১ ভোট। তার নিকটতম প্রার্থী পেয়েছেন ১০ হাজার ৩৮ ভোট, এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান পেয়েছেন ৭ হাজার ৬১৩ ভোট।


নিবার্চনে জয়ী হয়ে খলিলুর রহমান খান বলেন,‘এর আগে আমি একটি ইউনিয়নের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতাম। সাধারন জনগণের ভালোবাসায় ও তাদের ভোট প্রয়োগের মাধ্যমে উপজেলার দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি চেষ্টা করবো তাদের দায়িত্ব নিষ্ঠতার সহিত পালন করতে। আমি প্রতিজ্ঞা করেছি শপথ গ্রহণের পরই সর্বপ্রথম আমি উপজেলা পরিষদের প্রতিটি দপÍরকে ঘুস ও দুনীতিমুক্ত করবো। যাতে বেতাগী উপজেলার কোনো সাধারন জনগন অন্ত্যত হয়রানীর শিকার না হয়।’


উপজেলা নিবার্চন অফিস সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভা ও সাতটি ইউনিয়নের ৩৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ১২ হাজার ৫৮৬। এবারের নিবার্চনে মোট প্রাপ্ত ভোট ৪৫ হাজার ৭১৫, যার মধ্যে মোট বৈধ ভোট ছিলো ৪৪ হাজার ৩৪৩। নিবার্চনে মোট ভোট পড়েছে ৪০.৬০ শতাংশ। নিবার্চনে চেয়ারম্যান পদে ৭জন,মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ বলেন,‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসন বদ্ধপরিকর ছিলো। ভোটের দিন প্রতিটি কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল এবং প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। ফলে উৎসবমুখর পরিবেশে এবং নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।’

ট্যাগ

মন্তব করুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল

ইউপি চেয়ারম্যান থেকে ‘খলিলুর রহমান’ এবার উপজেলা চেয়ারম্যান

আপডেট টাইম ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪


সদ্য অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নিবার্চিত হয়েছেন (ইউপি) চেয়ারম্যান থেকে পদত্যাগ করে উপজেলা নিবার্চনে প্রতিদ্বন্দ্বিতা করা সেই খলিলুর রহমান খান। বিপুল ভোটের ব্যবধানে হারিয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাকসুদুর রহমান ফোরকানকে।


বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীক নিয়ে খলিলুর রহমান পেয়েছেন ১২ হাজার ৩২১ ভোট। তার নিকটতম প্রার্থী পেয়েছেন ১০ হাজার ৩৮ ভোট, এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান পেয়েছেন ৭ হাজার ৬১৩ ভোট।


নিবার্চনে জয়ী হয়ে খলিলুর রহমান খান বলেন,‘এর আগে আমি একটি ইউনিয়নের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতাম। সাধারন জনগণের ভালোবাসায় ও তাদের ভোট প্রয়োগের মাধ্যমে উপজেলার দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি চেষ্টা করবো তাদের দায়িত্ব নিষ্ঠতার সহিত পালন করতে। আমি প্রতিজ্ঞা করেছি শপথ গ্রহণের পরই সর্বপ্রথম আমি উপজেলা পরিষদের প্রতিটি দপÍরকে ঘুস ও দুনীতিমুক্ত করবো। যাতে বেতাগী উপজেলার কোনো সাধারন জনগন অন্ত্যত হয়রানীর শিকার না হয়।’


উপজেলা নিবার্চন অফিস সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভা ও সাতটি ইউনিয়নের ৩৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ১২ হাজার ৫৮৬। এবারের নিবার্চনে মোট প্রাপ্ত ভোট ৪৫ হাজার ৭১৫, যার মধ্যে মোট বৈধ ভোট ছিলো ৪৪ হাজার ৩৪৩। নিবার্চনে মোট ভোট পড়েছে ৪০.৬০ শতাংশ। নিবার্চনে চেয়ারম্যান পদে ৭জন,মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ বলেন,‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসন বদ্ধপরিকর ছিলো। ভোটের দিন প্রতিটি কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল এবং প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। ফলে উৎসবমুখর পরিবেশে এবং নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।’