বেতাগী(বরগুনা)প্রতিনিধি
দ্বিতীয় ধাপের আসন্ন বেতাগী উপজেলা পরিষদ নিার্বচনে চেয়ারম্যান পদে ঋণ খেলাপির দায়ে মনোনয়ন বাতিলের পর আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন খ.ম ফাহারিয়ার সংগ্রাম আমিনুল । আপিলের শুনানি শেষে মনোনয়ন বৈধ বলে ঘোষণা দিয়েছেন আপিল কতৃর্পক্ষ ও জেলা প্রশাসক বরগুনা। জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, বাংলাদেশ ব্যাংকের সিআইবি তথ্য নির্বাচন কমিশনের কাছে সর্বশেষ প্রেরিত তালিকায় চেয়ারম্যান প্রার্থী খ.ম ফাহারিয়ার সংগ্রাম আমিনুল ইসলামের নামে ঋণ খেলাপি থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। পরে আপিলে উল্লেখিত প্রার্থীর দাবী তিনি নিজে কোনো ঋণ নেন নাই বরং তিনি একজন ব্যক্তির নেয়া ঋণে জামিনদার ছিলো মাত্র। পরে শুনানিতে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো কতৃর্ক দেয়া তথ্যের সাথে সত্যতা পেলে ওই প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন আপিল কতৃর্পক্ষ ও বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম।
চেয়ারম্যান প্রার্থী খ.ম ফাহারিয়ার সংগ্রাম আমিনুল বলেন,‘ নিবার্চনের আগে মনোনয়ন বৈধতার মধ্য দিয়ে আমার কর্মী সমর্থকরা আর একটি জয় পেলো। ইনশাল্লাহ নিবার্চনেও বেতাগীর সকল জনসাধারণকে সাথে নিয়ে জয়ের মালা গলায় পরবো।