বেতাগী টুডে নিউজ ডেস্ক :
বিরোধপূর্ণ জমি থেকে শতাধিক বনজ ও ফলদ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার বরগুনার বেতাগী উপজেলার বেতাগী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে খোন্তাকাঠা লক্ষ্মীপুরা গ্রামে এ ঘটনা ঘটে। বরগুনা ম্যাজিস্ট্রেট আদালতে এঘটনায় ১৫ জনকে আসামী করে একটি মামলা হয়েছে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, বেতাগীর ইউনিয়নের খোন্তাকাঠা গ্রামের নূরুল ইসলামের সাথে মৌজা খোন্তাকাঠা লক্ষ্মীপুরা জে এল নম্বর- ১০ এবং ২৩৩ ও ২৩৪ নম্বর দাগে সর্বমোট ১ একর ৮৬ শতাংশ জমিতে প্রতিপক্ষ মোতালেব হাওলাদারের সাথে দীর্ঘ অর্ধশত বছর ধরে মামলা মোর্কদমা চলে আসছে। এতে উভয় পক্ষের মধ্যে আদালত ও ফৌজদারি মামলা চলে আসছে। একপক্ষ আরেক পক্ষকে ঘায়েল করতে মিথ্যা মামলা সাজাচ্ছে। প্রতিপক্ষরাও পাল্টা মামলা দিচ্ছে।
গত ১৮ অক্টোবর নূরুল ইসলামের প্রতিপক্ষ মোতালেব হাওলাদার গ্রুপের ২০-২৫ জনের দেশীয় অস্ত্রসহ একটি দল বিরোধপূর্ন জমিতে গাছ কেটে নেয়। নূরুল ইসলাম বলেন,’ ঘটনার দিন ৭-৮ জনে গাছ কাটে এবং বাকি ১০-১২ জন দেশীয় অস্ত্রসহ পাহাড়া দিতে থাকে। এসময় ভয়ে কেউ গাছ কাট থেকে বাঁধা দিতে পারেনি। এ ঘটনার পরের দিন গত ১৯ অক্টোবর বরগুনা ম্যাজিস্ট্রেট আদালতে নূরুল ইসলাম বাদী হয়ে মোতালেব হাওলাদার, মতলেব হাওলাদার, সুলতান হাওলাদারসহ ১৫ জনে বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযোগের বিষয় একাধিকবার ফোন দিয়েও মোতালেব হাওলাদার গংদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বেতাগী থানার তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার মজুমদার বলেন,’ আমাদের কাছে এখন পর্যন্ত এবিষয় কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে সঠিক তদন্তপূর্বক আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।’
ছবির পরিচয়:
বেতাগী সদর ইউনিয়নে বিরোধপুর্ন জমিতে শতাধিক গাছ কেটেছে প্রতিপক্ষ