বরগুনার বেতাগীতে স্থানীয় প্রশাসন, থানা পুলিশ ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার বিকাল ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌর শহরের ইউএনও শিশুপার্ক সংলগ্ন এলাকায় নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট ইয়াসির আরাফাত এবং ফেরিঘাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার পৃথকভাবে এ দুটি অভিযান পরিচালনা করেন।
এ সময় শহরের প্রধান সড়কে বেপরোয়া গাড়ী চালানো,লাইসেন্স জটিলতা, হাইড্রলিক হর্ণ ব্যবহার, ওভারলোড ও ট্রাফিক আইনভঙ্গসহ বিষখালী নদীর বেতাগী-কচুয়া খেয়াঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৮ মোটরসাইকেল চালক ও খেয়াঘাট ইজারাদারকে মোট ৪৫হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে এমন অভিযানে প্রশাসনকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহবা জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা। একাধিক বাসিন্দা বলেন, দিনের পর দিন খেয়াঘাটের ইজারাদাররা যাত্রীদের জিম্মি করে গলাকাটা ভাড়া আদায় করছিলো। এমন যদি প্রশাসনের নজর থাকে তবে কিছুটা হলেও সাধারণ মানুষ স্বস্তি পাবে। এ বিষয়ে বেতাগী সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার বলেন, এইধরনের অভিযান চলমান থাকবে এবং এমন অপরাধচক্রে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসন সর্বদা প্রস্তুত।