বেতাগী প্রতিনিধি:
এইচএসসি পরীক্ষার শেষ সময়ে এসে পাঁচ নকলবাজ পরিক্ষার্থী ধরা পড়লো পরিক্ষা কেন্দ্রের পরিদর্শকের হাতে। মোবাইল ম্যাসেঞ্জারে নকল সরবরাহসহ বইয়ের কাটা অংশের মাধ্যমে পুরো পরীক্ষা পার করেছেন ওই শিক্ষার্থীরা। শেষ রক্ষা আর হয়নি তাদের। পরে পরিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপজেলার দুইটি ভেন্যুর ভিন্ন ভিন্ন চার শিক্ষা প্রতিষ্ঠানের ওই পাঁচজন পরীক্ষার্থীকে বহিস্কার করেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এইচএসসি— ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় চাঞ্চল্যকর এমন নকলের ঘটনা ঘটেছে বরগুনার বেতাগী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। বহিষ্কার হওয়া ওই পাঁচ পরীক্ষার্থী হলেন— বেতাগী সরকারি কলেজের মানবিক শাখার শিক্ষার্থী জিহাদ আলম, মোসা. মিরা, বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের মানবিক শাখার শিক্ষার্থী তৃপ্তি রানী, ডা: আছমত আলী কলেজের বিজ্ঞান শাখার মো. ইসা, এবং বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজের মানবিক শাখার শিক্ষার্থী সাগর দুয়ারী।
বেতাগী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় এইচএসসি পরিক্ষা কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবুল বাশার ও বিপ্লব কুমার ঠাকুর ওই পাঁচ পরিক্ষার্থীদের বহিস্কার আদেশ দেন এবং এ তথ্য নিশ্চিত করেন।