নাঈম ইসলাম,নিজস্ব প্রতিবেদক:
বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচারের সময় আবু কালাম নামে এক ব্যক্তিকে অর্ধলাখ (৫০ হাজার) টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ৯টায় এ অর্থদণ্ড প্রদান করেন বেতাগী উপজেলা কর্মকর্তা(নিবার্হী ম্যাজিস্ট্রেট) মো. ফারুক আহমেদ।
অভিযুক্ত মো. আবু কালাম (২৫) বেতাগী পৌরসভার বাসিন্দা আ. সুবাহানের ছেলে। পৌর শহরের কালী মন্দির সংলগ্ন বিষখালী নদির মধ্যে জেড়গ ওঠা চড়ে বালু উত্তোলনকালে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় একাধিক বার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে জরিমানা করা হয়েছে। তাও থামছেনা অবৈধ মহলের বালু উত্তোলন। ফলে হুমকিতে বিষখালী নদি পাড়ের স্থাপনা সহ শহর রক্ষা বাধ। তাই বেশ কিছুদিন যাবৎ অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন বেতাগী উপজেলা প্রশাসন।
বেতাগী উপজেলা কর্মকর্তা(নিবার্হী ম্যাজিস্ট্রেট) মো. ফারুক আহমেদ জানান, বিষখালী নদি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করাকালীন সময়ে আবু কালামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বালু উত্তোলন কারীদের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে এ ধারা অব্যাহত থাকবে।