ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগী দাসের বাড়ীর শ্যামা পূজা সকলের মন কেড়েছে

  • প্রতিবেদক:
  • আপডেট টাইম ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • ৭ ভিউ

বরগুনার বেতাগী পৌর শহরের ২ নস্বর ওয়ার্ডে দাসের বাড়ীতে একশ বছরের পুরানো সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দু) অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দাসের বাড়ী ব্যবসায়ী রিপন চন্দ্র দাস জমকালো আয়োজনে প্রতিবছর এ শ্যামা পূজা করেন। তবে প্রতি বছরের তুলনায় এবছর এর পরিধি পেয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ২৫ হাজারেরও বেশি শ্যামা মায়ের ভক্তরা ছুটে এসেছে। ভক্তদের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয়েছে। সন্ধ্যা ৭ টা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত ভক্তদের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয়েছে। অহোরাত্র পর্যন্ত চলবে আরতী কির্ত্তন।

সনাতনী পঞ্জিকা অনুসারে গভীর রাত দুইটা থেকে পাঁচটা পর্যন্ত চলবে শ্যামা মায়ের পূজা। উৎসব অঙ্গনে আলোকসজ্জায় আগত ভক্তদের বিমোহিত করে তুলছে এবং বিভিন্ন প্রকার বাঁশির সুরের মূর্ছনায় ঢাকের বাদ্যে আর শাখের ধ্বনিতে শ্যামা (কালী মা) দেবি বন্দনায় নৃত্যের ছন্দে ভক্তরা অভিভূত হ্চ্ছে। সূর্য ডোবার সাথে সাথে পুরো মন্দির এলাকাতে জ্বালানো হয়েছে পাঁচ হাজারের বেশি মোমবাতি ও আগরবাতি। রাত নয়টা পর্যন্ত আলোকসজ্জায় অপরূপ সৌন্দর্যের মাধুরি উপভোগ করতে ছুটে আসেন কয়েক হাজার দর্শক। অনুষ্ঠানে অংশ নিতে আসা বেতাগী সরকারি কলেজের প্রভাষক মানবেন্দ্র সাধক ও অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শুসেন হালদার বলেন,’ কার্তিকের অমাবশ্যা তিথিতে জগতের মঙ্গল কামনায় এই শ্যামা মায়ের পূজা হয়। সকল অশুভ শক্তির বিনাশ হয়ে জগতে শুভ ও মঙ্গল শক্তির উদ্ভব হবে এই প্রত্যাশায় ভক্তরা মায়ের পূজায় অংশ নিচ্ছেন।

অনাড়ম্ভন এই আয়োজক রিপন দাস বলেন,’ সকল প্রকার অশুভ শক্তির বিনাশে শ্যামা মায়ের পূজা করে আসছি এবং দেশের সকলের শান্তি ও মঙ্গল কামনা করি। তিনি আরো বলেন,’ আগামিকাল সোমবার ও মঙ্গলবার রাতে কবিগানের আয়োজন করা হয়েছে। কবিগানে সকলের উপস্থিতি কামনা করছি।

ট্যাগ

মন্তব করুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল

বেতাগী দাসের বাড়ীর শ্যামা পূজা সকলের মন কেড়েছে

আপডেট টাইম ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

বরগুনার বেতাগী পৌর শহরের ২ নস্বর ওয়ার্ডে দাসের বাড়ীতে একশ বছরের পুরানো সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দু) অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দাসের বাড়ী ব্যবসায়ী রিপন চন্দ্র দাস জমকালো আয়োজনে প্রতিবছর এ শ্যামা পূজা করেন। তবে প্রতি বছরের তুলনায় এবছর এর পরিধি পেয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ২৫ হাজারেরও বেশি শ্যামা মায়ের ভক্তরা ছুটে এসেছে। ভক্তদের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয়েছে। সন্ধ্যা ৭ টা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত ভক্তদের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয়েছে। অহোরাত্র পর্যন্ত চলবে আরতী কির্ত্তন।

সনাতনী পঞ্জিকা অনুসারে গভীর রাত দুইটা থেকে পাঁচটা পর্যন্ত চলবে শ্যামা মায়ের পূজা। উৎসব অঙ্গনে আলোকসজ্জায় আগত ভক্তদের বিমোহিত করে তুলছে এবং বিভিন্ন প্রকার বাঁশির সুরের মূর্ছনায় ঢাকের বাদ্যে আর শাখের ধ্বনিতে শ্যামা (কালী মা) দেবি বন্দনায় নৃত্যের ছন্দে ভক্তরা অভিভূত হ্চ্ছে। সূর্য ডোবার সাথে সাথে পুরো মন্দির এলাকাতে জ্বালানো হয়েছে পাঁচ হাজারের বেশি মোমবাতি ও আগরবাতি। রাত নয়টা পর্যন্ত আলোকসজ্জায় অপরূপ সৌন্দর্যের মাধুরি উপভোগ করতে ছুটে আসেন কয়েক হাজার দর্শক। অনুষ্ঠানে অংশ নিতে আসা বেতাগী সরকারি কলেজের প্রভাষক মানবেন্দ্র সাধক ও অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শুসেন হালদার বলেন,’ কার্তিকের অমাবশ্যা তিথিতে জগতের মঙ্গল কামনায় এই শ্যামা মায়ের পূজা হয়। সকল অশুভ শক্তির বিনাশ হয়ে জগতে শুভ ও মঙ্গল শক্তির উদ্ভব হবে এই প্রত্যাশায় ভক্তরা মায়ের পূজায় অংশ নিচ্ছেন।

অনাড়ম্ভন এই আয়োজক রিপন দাস বলেন,’ সকল প্রকার অশুভ শক্তির বিনাশে শ্যামা মায়ের পূজা করে আসছি এবং দেশের সকলের শান্তি ও মঙ্গল কামনা করি। তিনি আরো বলেন,’ আগামিকাল সোমবার ও মঙ্গলবার রাতে কবিগানের আয়োজন করা হয়েছে। কবিগানে সকলের উপস্থিতি কামনা করছি।