ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে দু’গ্রুপের ভিন্ন ভিন্ন কর্মসূচি

  • প্রতিবেদক:
  • আপডেট টাইম ১০:০০ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • ৮ ভিউ

বেতাগীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দু’গ্রুপের ভিন্ন ভিন্ন কর্মসূচির মাধ্যমে ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। যুবলীগের একগ্রুপ পৌর শহরের দলীয় কার্যালয়ে ও অন্যগ্রুপ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কেক কেটে আলোচনা সভা করেন। 

একবছর পূর্বে যুবলীগের কর্মী সভা হয়। এরপর নতুন কমিটিতে পদপদবী নেতাকর্মীদের মধ্যে দু’গ্রুপে বিভক্তি হতে দেখা গেছে।এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সরেজমিনে দেখা গেছে, আজ সন্ধ্যায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিটন ফরাজী ও তার অনুসারি নেতাকর্মীরা পৌর শহরের দলীয় কার্যালয়ে এসে কেক কেটে ও আলোচনা সভা করেন। লিটন ফরাজীর নেতৃত্বে অংশগ্রহণকারিরা আজ বিকেল চারটায় বেতাগী সরকারি কলেজ গেট এলাকা থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা বের করেন। পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদর্ক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা করেন। এসময় বক্তিতা করেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিটন ফরাজী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রুবেল সিকদার, পৌর যুবলীগের সভাপতি মনির সিকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশিরুল আলম পলাশ, উপজেলা যুবলীগের সদস্য, সাবেক সভাপতি পৌর ছাত্রলীগ মো. সজিব খান, পৌর যুবলীগ নেতা মহি উদ্দিন খান প্রমুখ। আলোচনা শেষে কেক কাটা হয়।

যুবলীগের আরেকাংশ উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটন ও তার অনুসারি নেতাকর্মীরা আজ বিকেল সাড়ে চারটায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা বের করেন। পৌর শহরের প্রধান সড়কগুলো প্রর্দক্ষিন করেন। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে আলোচনা সভা করেন। এসময় বক্তিতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর ররহমান ফোরকান, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল রানা, মাসুদ রানা। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

দু’গ্রুপের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের মধ্যে কেন ভিন্ন ভিন্ন কর্মসূচি, এমন প্রশ্নের জবাবে নাম না প্রকাশের শর্তে একাধিক নেতা বলেন, ‘ বেতাগী উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের নতুন কমিটি হবে। এতে পদপদবীর প্রত্যাশায় নেতাকর্মীরা ভিন্ন ভিন্ন শোডাউন ও দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

ট্যাগ

মন্তব করুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল

বেতাগীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে দু’গ্রুপের ভিন্ন ভিন্ন কর্মসূচি

আপডেট টাইম ১০:০০ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩

বেতাগীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দু’গ্রুপের ভিন্ন ভিন্ন কর্মসূচির মাধ্যমে ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। যুবলীগের একগ্রুপ পৌর শহরের দলীয় কার্যালয়ে ও অন্যগ্রুপ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কেক কেটে আলোচনা সভা করেন। 

একবছর পূর্বে যুবলীগের কর্মী সভা হয়। এরপর নতুন কমিটিতে পদপদবী নেতাকর্মীদের মধ্যে দু’গ্রুপে বিভক্তি হতে দেখা গেছে।এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সরেজমিনে দেখা গেছে, আজ সন্ধ্যায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিটন ফরাজী ও তার অনুসারি নেতাকর্মীরা পৌর শহরের দলীয় কার্যালয়ে এসে কেক কেটে ও আলোচনা সভা করেন। লিটন ফরাজীর নেতৃত্বে অংশগ্রহণকারিরা আজ বিকেল চারটায় বেতাগী সরকারি কলেজ গেট এলাকা থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা বের করেন। পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদর্ক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা করেন। এসময় বক্তিতা করেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিটন ফরাজী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রুবেল সিকদার, পৌর যুবলীগের সভাপতি মনির সিকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশিরুল আলম পলাশ, উপজেলা যুবলীগের সদস্য, সাবেক সভাপতি পৌর ছাত্রলীগ মো. সজিব খান, পৌর যুবলীগ নেতা মহি উদ্দিন খান প্রমুখ। আলোচনা শেষে কেক কাটা হয়।

যুবলীগের আরেকাংশ উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটন ও তার অনুসারি নেতাকর্মীরা আজ বিকেল সাড়ে চারটায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা বের করেন। পৌর শহরের প্রধান সড়কগুলো প্রর্দক্ষিন করেন। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে আলোচনা সভা করেন। এসময় বক্তিতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর ররহমান ফোরকান, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল রানা, মাসুদ রানা। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

দু’গ্রুপের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের মধ্যে কেন ভিন্ন ভিন্ন কর্মসূচি, এমন প্রশ্নের জবাবে নাম না প্রকাশের শর্তে একাধিক নেতা বলেন, ‘ বেতাগী উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের নতুন কমিটি হবে। এতে পদপদবীর প্রত্যাশায় নেতাকর্মীরা ভিন্ন ভিন্ন শোডাউন ও দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন।