স্বপন কুমার ঢালী
বরগুনার বেতাগীতে বিএনপি’র ২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে বাসা থেকে তাদেরকে আটক করা হয়। আচককৃতদের শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে কয়েক বছর পূর্বে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আটককৃত হলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি , বেতাগী সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এবং পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. নূরুল ইসলাম পান্না এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. মিন্টু হাওলাদার।
এছাড়া বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের আটক করতে বিভিন্ন এলাকায় তাদের বাসা-বাড়িতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে আটককৃতদের স্বজনরা অভিযোগ করেন।
বেতাগী পৌরসভার ২ নস্বর ওয়ার্ডের বাসিন্দা আটককৃত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিন্টু হাওলাদারের বাবা পান্না হাওলাদার বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় কোন অভিযোগ নেই। প্রতিদিনের ন্যায় বাসায় ঘুমাচ্ছিলেন। গভীর রাতে থানা পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়।’
বেতাগী থানার তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার মজুমদার বলেন, ‘ আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃত আজ শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’