লিপিকা মন্ডল অর্পিতা
শব্দদূষণের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘শব্দদূষণ বন্ধ করি, নীরব মিনিট পালন করি’ স্লোগানে এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হয়েছে। বরগুনার বেতাগীতে রবিবার সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। বেতাগীর পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালীন সময় ঠিক যখন ১০ টা তখন শিক্ষার্থী ও শিক্ষকরা হঠাৎ দাড়িয়ে নীরবতা পালন করেন।
থেমে যায় শিক্ষকের পাঠদান কার্যক্রম। শিক্ষার্থীরাও এসময় দাড়িয়ে নীরবতা পালন করেন। কর্মসূচি শেষে শ্রেণিতে পাঠ উপস্থাপনে দায়িত্বরত শিক্ষকরা বলেন, আজকে এই একমিনিট নীরবতা পালনের উদ্দেশ্য হলো শব্দদূষণে জনসচেতনতা সৃষ্টি করা।