ঢাকা , বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসে ব্যাচেলরদের ব্যতিক্রমী কর্মসূচি

  • প্রতিবেদক:
  • আপডেট টাইম ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ১০ ভিউ

ভালোবাসা দিবসে এবারও নানা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চিরকুমার সংঘ। এ সময় ১৪ ফেব্রুয়ারিকে না বলুন, অশ্লীলতা-বেহায়াপনাকে না বলুন, প্রেমকে না বলুন; মিঙ্গেলে সুখ নাই, সিঙ্গেলেই পরম সুখ; আমরা সবাই এক জোট, চিরকুমারের জয় হোক; দুষ্ট নারী নিপাত যাক, চিরকুমার মুক্তি পাক; সিঙ্গেল থাকি, সুস্থ থাকি এমন স্লোগানে মুখরিত ব্যাচেলরদের আয়োকজন।

টাঙ্গাইলে মানববন্ধনে বক্তব্য দেন করটিয়া সাদত কলেজের চিরকুমার সংঘের সভাপতি তোফায়েল আহমেদ তুহিন, ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তদন্তবিষয়ক সম্পাদক আসিফ, সদস্য রাজন, শাহীন, রিপন, আল আমিন।

তারা বলেন, নারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছেলেদের ফাঁদে ফেলতেই থাকে। আমরা প্রেমের বিপক্ষে না, আমরা প্রেমের পক্ষেই আছি। কিন্তু কথা হচ্ছে-প্রেম হবে স্বাবলীল, সন্দুর ও পবিত্র। বর্তমানে প্রেমের নামে প্রহসন ও নষ্টামি হচ্ছে। আমরা এসব চাই না। ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে প্রেমবঞ্চিত সিঙ্গেলরা মিছিল করেছেন। ‘ভালোবাসার বাধ সাধিনা, অশ্লীলতা করতে মানা’ এ স্লোগানে ‘সিঙ্গেল সোসাইটি’ নামের ওই সংগঠন মিছিল ও সমাবেশ করে। সিঙ্গেল সোসাইটির সভাপতি মেহেবুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, প্রেমের নামে আজকাল অশ্লীলতা চলছে, এগুলো বন্ধ করতে হবে। সিঙ্গেল সোসাইটির রাজেন্দ্র কলেজ শাখার সম্পাদক ইমাম মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাহমুদ বেলাল, সহসভাপতি মো. রাসেল, তানভীর রহমান, জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক সোহান আহমেদ সমাবেশে বক্তব্য দেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মিছিলে উপস্থিত ছিলেন, সিঙ্গেল কমিটির সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম রাসেল, সাবেক সভাপতি হাসিবুর রহমান। বক্তারা বলেন, আমাদের এই আন্দোলন অশ্লীলতার বিরুদ্ধে। ভালোবাসার নামে যে বেহায়াপনা ও প্রতারণা হয় এজন্য অনেক শিক্ষার্থী আত্মহত্যা করেন। এই জন্যই আমাদের এই প্রতিরোধ মিছিল।

ট্যাগ

মন্তব করুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল

ভালোবাসা দিবসে ব্যাচেলরদের ব্যতিক্রমী কর্মসূচি

আপডেট টাইম ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

ভালোবাসা দিবসে এবারও নানা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চিরকুমার সংঘ। এ সময় ১৪ ফেব্রুয়ারিকে না বলুন, অশ্লীলতা-বেহায়াপনাকে না বলুন, প্রেমকে না বলুন; মিঙ্গেলে সুখ নাই, সিঙ্গেলেই পরম সুখ; আমরা সবাই এক জোট, চিরকুমারের জয় হোক; দুষ্ট নারী নিপাত যাক, চিরকুমার মুক্তি পাক; সিঙ্গেল থাকি, সুস্থ থাকি এমন স্লোগানে মুখরিত ব্যাচেলরদের আয়োকজন।

টাঙ্গাইলে মানববন্ধনে বক্তব্য দেন করটিয়া সাদত কলেজের চিরকুমার সংঘের সভাপতি তোফায়েল আহমেদ তুহিন, ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তদন্তবিষয়ক সম্পাদক আসিফ, সদস্য রাজন, শাহীন, রিপন, আল আমিন।

তারা বলেন, নারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছেলেদের ফাঁদে ফেলতেই থাকে। আমরা প্রেমের বিপক্ষে না, আমরা প্রেমের পক্ষেই আছি। কিন্তু কথা হচ্ছে-প্রেম হবে স্বাবলীল, সন্দুর ও পবিত্র। বর্তমানে প্রেমের নামে প্রহসন ও নষ্টামি হচ্ছে। আমরা এসব চাই না। ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে প্রেমবঞ্চিত সিঙ্গেলরা মিছিল করেছেন। ‘ভালোবাসার বাধ সাধিনা, অশ্লীলতা করতে মানা’ এ স্লোগানে ‘সিঙ্গেল সোসাইটি’ নামের ওই সংগঠন মিছিল ও সমাবেশ করে। সিঙ্গেল সোসাইটির সভাপতি মেহেবুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, প্রেমের নামে আজকাল অশ্লীলতা চলছে, এগুলো বন্ধ করতে হবে। সিঙ্গেল সোসাইটির রাজেন্দ্র কলেজ শাখার সম্পাদক ইমাম মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাহমুদ বেলাল, সহসভাপতি মো. রাসেল, তানভীর রহমান, জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক সোহান আহমেদ সমাবেশে বক্তব্য দেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মিছিলে উপস্থিত ছিলেন, সিঙ্গেল কমিটির সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম রাসেল, সাবেক সভাপতি হাসিবুর রহমান। বক্তারা বলেন, আমাদের এই আন্দোলন অশ্লীলতার বিরুদ্ধে। ভালোবাসার নামে যে বেহায়াপনা ও প্রতারণা হয় এজন্য অনেক শিক্ষার্থী আত্মহত্যা করেন। এই জন্যই আমাদের এই প্রতিরোধ মিছিল।