নিরব ভোটে বিপ্লব
বিশেষ প্রতিনিধি:
এ শুধু জয় নয়, যেনো নিরব ভোটে বিজয়ের বিপ্লব। বর্তমান ভাইস চেয়ারম্যানকে হারিয়ে শতভাগ ভোট কেন্দ্রে জয়ী হওয়া, ভোটের মাঠে এক অনিবিড় দৃষ্টান্ত। সদ্য অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বরগুনার বেতাগী উপজেলায় ঠিক এমনটাই ঘটেছে। যেখানে ভাইস চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নিবার্চিত হয়েছেন মাহমুদুল হাসান মহসিন।
যিনি উপজেলার ৩৯ টি ভোট কেন্দ্রেই জয়ী হয়ে ‘শতভাগ ভোট কেন্দ্রে বিজয়ী’ হওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রায় তিনগুনেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আমিরুল ইসলাম পিন্টুকে। ভাইস চেয়ারম্যান পদে (টিউবয়েল) প্রতীক নিয়ে মহসীন পেয়েছেন ৩৩ হাজার ৪৮৭ ভোট। তার নিকটতম প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান পেয়েছেন ১০ হাজার ৭৪৯ ভোট।
নিবার্চনে জয়ী হয়ে মাহমুদুল হাসান মহসিন বলেন,‘ সাধারন জনগণের ভালোবাসায় ও তাদের ভোট প্রয়োগের মাধ্যমে উপজেলার ৩৯ টি কেন্দ্র থেকেই আমাকে বিজয়ী করেছেন। সুতরাং উপজেলার সকল সাধারন জনগণ ও ভোটারদের দায়িত্ব এখন আমার কাঁধে। আমি চেষ্টা করবো তাদের দায়িত্ব নিষ্ঠতার সহিত পালন করতে।’
উপজেলা নিবার্চন অফিস সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভা ও সাতটি ইউনিয়নের ৩৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ১২ হাজার ৫৮৬। এবারের নিবার্চনে মোট প্রাপ্ত ভোট ৪৫ হাজার ৭১৫, যার মধ্যে মোট বৈধ ভোট ছিলো ৪৪ হাজার ২৩৬। নিবার্চনে মোট ভোট পড়েছে ৪০.৬০ শতাংশ। নিবার্চনে চেয়ারম্যান পদে ৭জন,মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসন বদ্ধপরিকর ছিলো। ভোটের দিন প্রতিটি কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল এবং প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। ফলে উৎসবমুখর পরিবেশে এবং নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।