ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

তিন বারের সাংসদকে হঠাতে ১৪ জনের মনোনয়ন চ্যালেঞ্জ

  • প্রতিবেদক:
  • আপডেট টাইম ১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • ৭ ভিউ

বঙ্গোপসাগরের কোল ঘেষে গড়ে ওঠা তিন উপজেলা বেতাগী ,বামনা ও পাথরঘাটা নিয়ে ঘটিত বরগুনা—২ আসনে সংসদ নিবার্চনকে কেন্দ্র করে বরবারের মতো মনোনয়ন ফরম সংগ্রহে হিড়িক পড়েছে। আওয়ামী লীগের ব্যানারে তিন বারের নিবার্চিত সাংসদ রিমনকে হঠাতে এবার মনোনয়ন চ্যালেঞ্জ নিয়ে ফরম সংগ্রহ করেছেন ১৪ জন। এদের মধ্যে তিনজনই নারী প্রার্থী। এ আসনটিতে কে হবে নৌকার কান্ডারি আজ (শনিবার) আনুষ্ঠানিকভাবে ঘোষণার কথা রয়েছে। দলীয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
বরগুনা—২ আসনে সাংসদ টুলুর মৃত্যুর পর বিএনপিবিহীন উপনির্বাচনে ২০১৩ সালে শওকত হাচানুর রহমান রিমন আ.লীগের মনোনয়ন নিয়ে জয়ী হন। ২০১৪ সালেও আবার নিবার্চিত হন রিমন। ২০১৮ সালে তিন বারের মতো আ.লীগের ব্যানারে পূণরায় এমপি নিবার্চিত হন রিমন। এ পর্যন্ত প্রায় ঠিকই ছিলো বরগুনা দুই আসনের আ.লীগের একক প্রার্থীর, একক ঘাঁটি। তবে নানা বিতর্কিত কর্মে সমালোচিত হয়ে তৃণমুলে ক্ষোভ সৃষ্টি হয় তিনবারের নির্বাচিত বর্তমান সাংসদ রিমনের প্রতি। ফলে দ্বাদশ সংসদ নিবার্চনকে ঘিরে বর্তমান সাংসদকে হঠাতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৪ জন প্রার্থী। এদের মধ্যে সাবেক সংসদ সদস্য, জনপ্রতিনিধি, হেভিওয়েট আ.লীগ নেতা, কেন্দ্রিয় যুবলীগ নেতা, প্রয়াত সাংসদের স্ত্রীসহ নারী প্রার্থী ৩ জন। আবার এদের মধ্যে বেশ কয়েকজন আছেন যাদের সাধারন ভোটাররা চেনেন না।


বর্তমান সাংসদ শওকত হাচানুর রহমান রিমন ছাড়াও মনোনয়ন প্রত্যাশী আ.লীগ নেতারা হলেন— বর্তমান সংরক্ষিত নারী আসনের সাংসদ ও প্রায়ত সাবেক সাংসদ গোলাম সবুর টুলুর সহধর্মিণী এবং কেন্দ্রিয় মহিলা আওয়ামীলীগের সদস্য সুলতানা নাদিরা(এমপি), কেন্দ্রিয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার, বেতাগী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম গোলাম কবির, সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আইনজীবী মশিউর রহমান মালেক, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, কেন্দ্রিয় যুবলীগ নেতা আমিনুল ইসলাম খান, হোসনেয়ারা রানী, নাসিমা ফেরদৌসি, প্রবাসী আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান টুকু, তৌহিদুল ইসলাম, রাশেদ হাওলাদার।


মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রিয় যুবলীগ নেতা সুভাষ চন্দ্র হাওলাদার বলেন,‘ আজন্ম আ.লীগের সঙ্গে রয়েছি। মনোনয়ন দিবেন আ.লীগ সভানেত্রী, তার পছন্দই চূড়ান্ত। তবে বরগুনা—২ আসনের সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে আমি কতটা কাজ করেছি তা এ আসনের সাধারণ জনগণ জানেন।
আরেক মনোনয়ন প্রত্যাশী এবিএম গোলাম কবির জানান,‘ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে আমার কোনো দাগ নেই। বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, সেই আদর্শ বুকে নিয়ে ছাত্র রাজনীতি করে আজ উপজেলা আওয়ামীলীগে নেতৃত্ব দিচ্ছি একইসাথে সাধারণ মানুষের ভালোবাসায় একাধিকবার জনপ্রতিনিধি নিবার্চিত হয়েছি। বাকি সময়টাও এ আসনের সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে চাই।


উল্লে্খ্য,— ভোটার অধুষ্যিত তিন উপজেলার ২টি পৌরসভা এবং ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত বরগুনা— ২ আসনে মোট ভোটার সংখ্যা ৩১৫,৮৫৫ জন, এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৫৬,৭৮৭ জন, এবং নারী ভোটার ১৫৯,০৬৮ জন। তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আগামী ৭ জানুয়ারি রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগ

মন্তব করুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল

তিন বারের সাংসদকে হঠাতে ১৪ জনের মনোনয়ন চ্যালেঞ্জ

আপডেট টাইম ১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

বঙ্গোপসাগরের কোল ঘেষে গড়ে ওঠা তিন উপজেলা বেতাগী ,বামনা ও পাথরঘাটা নিয়ে ঘটিত বরগুনা—২ আসনে সংসদ নিবার্চনকে কেন্দ্র করে বরবারের মতো মনোনয়ন ফরম সংগ্রহে হিড়িক পড়েছে। আওয়ামী লীগের ব্যানারে তিন বারের নিবার্চিত সাংসদ রিমনকে হঠাতে এবার মনোনয়ন চ্যালেঞ্জ নিয়ে ফরম সংগ্রহ করেছেন ১৪ জন। এদের মধ্যে তিনজনই নারী প্রার্থী। এ আসনটিতে কে হবে নৌকার কান্ডারি আজ (শনিবার) আনুষ্ঠানিকভাবে ঘোষণার কথা রয়েছে। দলীয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
বরগুনা—২ আসনে সাংসদ টুলুর মৃত্যুর পর বিএনপিবিহীন উপনির্বাচনে ২০১৩ সালে শওকত হাচানুর রহমান রিমন আ.লীগের মনোনয়ন নিয়ে জয়ী হন। ২০১৪ সালেও আবার নিবার্চিত হন রিমন। ২০১৮ সালে তিন বারের মতো আ.লীগের ব্যানারে পূণরায় এমপি নিবার্চিত হন রিমন। এ পর্যন্ত প্রায় ঠিকই ছিলো বরগুনা দুই আসনের আ.লীগের একক প্রার্থীর, একক ঘাঁটি। তবে নানা বিতর্কিত কর্মে সমালোচিত হয়ে তৃণমুলে ক্ষোভ সৃষ্টি হয় তিনবারের নির্বাচিত বর্তমান সাংসদ রিমনের প্রতি। ফলে দ্বাদশ সংসদ নিবার্চনকে ঘিরে বর্তমান সাংসদকে হঠাতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৪ জন প্রার্থী। এদের মধ্যে সাবেক সংসদ সদস্য, জনপ্রতিনিধি, হেভিওয়েট আ.লীগ নেতা, কেন্দ্রিয় যুবলীগ নেতা, প্রয়াত সাংসদের স্ত্রীসহ নারী প্রার্থী ৩ জন। আবার এদের মধ্যে বেশ কয়েকজন আছেন যাদের সাধারন ভোটাররা চেনেন না।


বর্তমান সাংসদ শওকত হাচানুর রহমান রিমন ছাড়াও মনোনয়ন প্রত্যাশী আ.লীগ নেতারা হলেন— বর্তমান সংরক্ষিত নারী আসনের সাংসদ ও প্রায়ত সাবেক সাংসদ গোলাম সবুর টুলুর সহধর্মিণী এবং কেন্দ্রিয় মহিলা আওয়ামীলীগের সদস্য সুলতানা নাদিরা(এমপি), কেন্দ্রিয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার, বেতাগী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম গোলাম কবির, সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আইনজীবী মশিউর রহমান মালেক, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, কেন্দ্রিয় যুবলীগ নেতা আমিনুল ইসলাম খান, হোসনেয়ারা রানী, নাসিমা ফেরদৌসি, প্রবাসী আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান টুকু, তৌহিদুল ইসলাম, রাশেদ হাওলাদার।


মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রিয় যুবলীগ নেতা সুভাষ চন্দ্র হাওলাদার বলেন,‘ আজন্ম আ.লীগের সঙ্গে রয়েছি। মনোনয়ন দিবেন আ.লীগ সভানেত্রী, তার পছন্দই চূড়ান্ত। তবে বরগুনা—২ আসনের সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে আমি কতটা কাজ করেছি তা এ আসনের সাধারণ জনগণ জানেন।
আরেক মনোনয়ন প্রত্যাশী এবিএম গোলাম কবির জানান,‘ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে আমার কোনো দাগ নেই। বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, সেই আদর্শ বুকে নিয়ে ছাত্র রাজনীতি করে আজ উপজেলা আওয়ামীলীগে নেতৃত্ব দিচ্ছি একইসাথে সাধারণ মানুষের ভালোবাসায় একাধিকবার জনপ্রতিনিধি নিবার্চিত হয়েছি। বাকি সময়টাও এ আসনের সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে চাই।


উল্লে্খ্য,— ভোটার অধুষ্যিত তিন উপজেলার ২টি পৌরসভা এবং ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত বরগুনা— ২ আসনে মোট ভোটার সংখ্যা ৩১৫,৮৫৫ জন, এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৫৬,৭৮৭ জন, এবং নারী ভোটার ১৫৯,০৬৮ জন। তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আগামী ৭ জানুয়ারি রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।