ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মিজার্গঞ্জে বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

  • প্রতিবেদক:
  • আপডেট টাইম ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • ৯ ভিউ

মির্জাগঞ্জে বিদেশী পিস্তলসহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজী সম্প্রতি যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার ঘটনায় উপজেলা বিএনপির গ্রুপিং রাজনীতির জন্য একের পর এক করা হচ্ছে সংবাদ সম্মেলন। শুক্রবার সকালে উপজেলা বিএনপি‘র অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু। এর আগে গত ৭ নভেম্বর গ্রেফতারকৃত বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজীর স্ত্রী নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নুকে তার স্বামীর অস্ত্রসহ গ্রেফতার হওয়ার ঘটনার জড়িত বলে আখ্যায়িত করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু বলেন,‘ যেহেতু আমাকে অহেতুক দোষী করে সদ্য বহিস্কৃত উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর ফরাজীর স্ত্রী সুরাইয়া আক্তার অনু অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন, তারই প্রেক্ষিতে আজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এছাড়া যৌথ বাহিনীর কাজে আমার সম্পৃক্ততা ছিলো না, বা থাকার কথাও না। আমাকে রাজনৈতিকভাবে হেয় করণের লক্ষ্যে তিনি (জাহাঙ্গিরের স্ত্রী) সাংবাদিকদের বিভ্রান্তমূলক তথ্য দিয়েছেন যা সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন। একজন রাজনৈতিক নেতা হিসেবে এহেন বিভ্রান্তমূলক মন্তব্যের তিব্র নিন্দা জ্ঞাপণ করছি। এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি আহসানুল্লাহ পিন্টু, মো. ফারুক মুন্সী, মো. আইয়ুব খান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন—অর—রশিদ ও সাংগঠনিক সম্পাদক এইচএম শামীম প্রমূখ।

ট্যাগ

মন্তব করুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল

মিজার্গঞ্জে বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আপডেট টাইম ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

মির্জাগঞ্জে বিদেশী পিস্তলসহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজী সম্প্রতি যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার ঘটনায় উপজেলা বিএনপির গ্রুপিং রাজনীতির জন্য একের পর এক করা হচ্ছে সংবাদ সম্মেলন। শুক্রবার সকালে উপজেলা বিএনপি‘র অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু। এর আগে গত ৭ নভেম্বর গ্রেফতারকৃত বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজীর স্ত্রী নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নুকে তার স্বামীর অস্ত্রসহ গ্রেফতার হওয়ার ঘটনার জড়িত বলে আখ্যায়িত করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু বলেন,‘ যেহেতু আমাকে অহেতুক দোষী করে সদ্য বহিস্কৃত উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর ফরাজীর স্ত্রী সুরাইয়া আক্তার অনু অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন, তারই প্রেক্ষিতে আজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এছাড়া যৌথ বাহিনীর কাজে আমার সম্পৃক্ততা ছিলো না, বা থাকার কথাও না। আমাকে রাজনৈতিকভাবে হেয় করণের লক্ষ্যে তিনি (জাহাঙ্গিরের স্ত্রী) সাংবাদিকদের বিভ্রান্তমূলক তথ্য দিয়েছেন যা সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন। একজন রাজনৈতিক নেতা হিসেবে এহেন বিভ্রান্তমূলক মন্তব্যের তিব্র নিন্দা জ্ঞাপণ করছি। এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি আহসানুল্লাহ পিন্টু, মো. ফারুক মুন্সী, মো. আইয়ুব খান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন—অর—রশিদ ও সাংগঠনিক সম্পাদক এইচএম শামীম প্রমূখ।