ডেস্ক নিউজঃ
বঙ্গোপসাগরের নিকটবর্তী সর্ব দক্ষিণের অর্থনৈতিক সম্ভাবনাময় জেলা পটুয়াখালী। পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি এই তিন উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী—১ আসন। উপনিবার্চনকে কেন্দ্র করে এ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন দশজন। শুক্রবার তারা ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। বিএনপিসহ বিরোধী জোট বা কোনো স্বতন্ত্র প্রার্থীর এ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো আগ্রহ নেই। আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, এ উপনির্বাচনের প্রার্থী ঠিক করতে শনিবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক হতে পারে। তাই যাকেই আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়া হবে তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ আসনে এমপি হিসেবে বিজয়ী হবেন বলে সুনিশ্চিত। তবে সেই এমপির মেয়াদকাল হবে মাত্র এক মাস।
জানা যায়,‘ পটুয়াখালী—১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. শাহজাহান মিয়া গত ২১ অক্টোবর মারা যাওয়ার পর এ আসন শূন্য ঘোষণা করা হয়। শূন্য হওয়া আসনটিতে গত ২৪ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। বর্তমান জাতীয় সংসদের মেয়াদ শেষের দিকে। আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ফলে এ আসনে উপনির্বাচনে যিনি নির্বাচিত হবেন, তিনি শপথ গ্রহণ করলেও সংসদে বসার সুযোগ পাবেন না। তবুও একমাসের জন্য এমপি হতে দৌড়ঝাঁপের শেষ নেই দলটির নেতাদের। কারন অল্প সময়ের এই উপনির্বাচনে যাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে দ্বাদশ সংসদ নির্বাচনেও তিনি দলের মনোনয়ন পাবেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। ইতোমধ্যে উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করেছেন করেছেন ১০ জন। তারা সবাই নৌকার মাঝি হতে চান।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেওয়া ব্যক্তিরা হলেন— কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, সদ্য প্রায়ত সংসদ—সদস্য মো. শাহজাহান মিয়ার জ্যেষ্ঠপুত্র পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড.তারিকুজ্জামান মনি, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ আলী আশরাফ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. সুলতান আহমেদ মৃধা, দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. গোলাম সরোয়ার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান মোহন ও কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ কমিটির সদস্য রাজিব পারভেজ ও সংবাদ পাঠিকা নাজনীন নাহার ।
প্রায়ত এমপি শাহজাহান মিয়ার ছেলে অ্যাড. তারিকুজ্জামান মনি বলেন,‘পটুয়াখালী জেলা সহ আওয়ামী লীগের রাজনীতিতে আমার পরিবার সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাবা অসুস্থ থাকাকালীন পরিবারের সিদ্ধান্ত হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন চাইবো। বাবার আকস্মিক মৃত্যুর পর আমরা শোকাহত হয়ে পরেছি। তারপরও যেহেতু উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে তাই আমি নেত্রীর কাছে আমার পরিবারের পক্ষ থেকে পটুয়াখালী—১ আসনের মনোনয়ন চেয়েছি। আমারও ইচ্ছা বাবার মতোই এ আসনের সাধারণ মানুষের হয়ে আমরণ কাজ করবো একইসাথে এ আসনটি বিজয়ের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।’
এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা মাঠেঘাটে নির্বাচনি প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পাড় করলেও উপনির্বাচনের তফশিল ঘোষণার পর সবাই এখন ঢাকায় দৌড়ঝাঁপ শুরু করেছেন। দলীয় হাই কমান্ডে চালাচ্ছেন জোড় লবিং তদবির। দক্ষিণাঞ্চলের সবার নজর এখন পটুয়াখালী—১ আসনের উপনির্বাচনের দিকে। মঙ্গলবার ইসি সচিবের ঘোষিত তফশিল অনুযায়ী ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২ নভেম্বর বাছাই, ৯ নভেম্বর প্রত্যাহার এবং ১০ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ ধার্য করা হয়েছে। ব্যালট পেপারের মাধ্যমে পটুয়াখালী ১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর। ভোটার অধুষ্যিত তিন উপজেলার একটি পৌরসভা এবং ২৫টি ইউনিয়নে তৃতীয় লিঙ্গের ৮জন ভোটারসহ মোট ভোটার সংখ্যা ৪৭৩,২৫৬ জন, এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২৩৮,৪৬০ জন, এবং নারী ভোটার ২৩৪,৭৮৮ জন।