ঢাকা , বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

লাল শিখায় জ্বলছে দেশের প্রশাসনিক কেন্দ্র, এখনো অনিয়ন্ত্রিত আগুন

  • প্রতিবেদক:
  • আপডেট টাইম ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ১৮ ভিউ

দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ঘটনার তিন ঘন্টা অতিক্রম হলেও নিয়ন্ত্রনে আসেনি সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন। এ যেনো আগুনের লাল শিখায় জ্বলছে বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্র। যেখানে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রনালয়সহ বিভিন্ন দপ্তর ও দাপ্তরিক নথিপত্র।

ঘটনার পরপরই আগুন নেভানোর কাজে অংশ নেয়া ফায়ার সার্ভিসের এক কর্মীকে ট্রাকে চাপা দিয়ে পালিয়ে মালবাহী ট্রাকসহ পালিয়ে যান চালক। পরে নিরাপত্তা জোরদারের দাবীতে পুলিশের সাথে সাথে দুই প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়। এদিকে ট্ঘরাকে চাপা পরার ঘটনায় শিক্ষার্থীদের হাতে আটক হন ওই ট্রাকের চালক। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, বাংলাদেশ সচিবালয়ের ৭নং ভবনে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে সচিবালয়ে অগ্নিনির্বাপণের কাজ করতে যাওয়া এক ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দিয়ে পালিয়ে গেছে একটি ট্রাক। তাৎক্ষণিকভাবে সেই ফায়ার সার্ভিসকর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথমে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এরপর তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ট্যাগ

মন্তব করুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল

লাল শিখায় জ্বলছে দেশের প্রশাসনিক কেন্দ্র, এখনো অনিয়ন্ত্রিত আগুন

আপডেট টাইম ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ঘটনার তিন ঘন্টা অতিক্রম হলেও নিয়ন্ত্রনে আসেনি সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন। এ যেনো আগুনের লাল শিখায় জ্বলছে বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্র। যেখানে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রনালয়সহ বিভিন্ন দপ্তর ও দাপ্তরিক নথিপত্র।

ঘটনার পরপরই আগুন নেভানোর কাজে অংশ নেয়া ফায়ার সার্ভিসের এক কর্মীকে ট্রাকে চাপা দিয়ে পালিয়ে মালবাহী ট্রাকসহ পালিয়ে যান চালক। পরে নিরাপত্তা জোরদারের দাবীতে পুলিশের সাথে সাথে দুই প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়। এদিকে ট্ঘরাকে চাপা পরার ঘটনায় শিক্ষার্থীদের হাতে আটক হন ওই ট্রাকের চালক। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, বাংলাদেশ সচিবালয়ের ৭নং ভবনে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে সচিবালয়ে অগ্নিনির্বাপণের কাজ করতে যাওয়া এক ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দিয়ে পালিয়ে গেছে একটি ট্রাক। তাৎক্ষণিকভাবে সেই ফায়ার সার্ভিসকর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথমে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এরপর তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।