ডেস্ক নিউজ:
রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বুধবার দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি আরো জানান, ইতিমধ্যে ছয় ও সাত তলার উপড়িভাগে আগুনের শিখা দেখা যাচ্ছে। যদি এমনভাবে ভয়বহতা আরো বাড়তে থাকে তবে ফায়ার সার্ভিসের আরো একাধিক ইউনিট অগ্নিকান্ড নিয়ন্ত্রনে যুক্ত হবেন। তবে সম্পূর্ণ নিয়ন্ত্রনের আগে পুরোপুরি নিশ্চিতভাবে কোনো তথ্য দেয়া সম্ভব হচ্ছে না।
এ ঘটনায় আগুনের সূত্রপাতের বিষয়ে এখনো পর্যন্ত কোনো ধরণের তথ্য পাওয়া যায়নি। একইসাথে নিশ্চিত হওয়া যায়নি ক্ষয়ক্ষতির পরিমান। এদিকে উৎসুক জনতা ও স্থানীয়রা ফায়ার সার্ভিসের অদক্ষতাকে দায়ী করে অভিযোগ করছেন। একইসাথে পরিকল্পিতভাবে অগ্নিকান্ডটি ঘটানো হয়েছে বলেও একাধিক অভিযোগ তোলেন।
বিস্তারিত আসছে…………………………