ডেস্ক নিউজ:
ভারতে চিকিৎসা নিতে গিয়ে খুন হয়েছেন ঝিনাদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা সৈয়দ আমান উল্লাহসহ তিনজকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, এমপি আনারকে খুন করতে দুজনকে নিয়োগ করেছিলেন সৈয়দ আমান উল্লাহ। তাদেরকে পাসপোর্ট করে ভারতে পাঠান তিনি। জিজ্ঞাসাবাদের জন্য আমানহ বেশ কয়েকজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। সম্প্রতি চিকিৎসা নিতে ভারতে গিয়ে নিখোঁজ হন এমপি আনোয়ারুল আজীম আনার।