ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলি ও ফিলিস্তিনি নারীদের শান্তি সমাবেশ

  • প্রতিবেদক:
  • আপডেট টাইম ০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • ১০ ভিউ
প্যালেস্টাইন

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে বুধবার শত শত ইসরাইলি ও ফিলিস্তিনি নারী শান্তির জন্য সমাবেশ করেছেন। এ সময় ইসরাইল-ফিলিস্তিন সংঘাত বন্ধেরও আহ্বান জানিয়েছেন তারা।

সমাবেশে অংশ নিয়ে এসব নারী ‘আমরা শান্তি চাই’ বলে স্লোগান দেন। তারা ‘আমাদের শিশু হত্যা বন্ধ করো’ লেখা প্ল্যাকার্ড নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় অধিকাংশের পরনে সাদা পোশাক ছিল।

‘এলায়েন্স ফর মিডল ইস্ট পিস’ এনজিওর পরিচালক ও ফিলিস্তিনি মানবাধিকার কর্মী হুদা আবু আরকোয়াব বলেছেন, আমাদের বার্তা হলো আমাদের সন্তানরা মরে যাওয়ার চেয়ে জীবিত থাকুক।

তিনি আরও বলেন, এ প্রথমবারের মতো সমপর্যায়ে ইসরাইল ও ফিলিস্তিনি নারীদের সত্যিকার অংশীদারত্ব আমরা পেয়েছি। সমাবেশটি প্রথমে জেরুজালেমে শুরু হয়। পরে বিক্ষোভকারীরা পশ্চিম তীরের ডেড সির দিকে চলে যায়। সেখানে আরও বিক্ষোভকারী সমাবেশে অংশ নেন।

নারী নেতৃত্বাধীন দুটি সংগঠন ‘উইমেন ওয়েজ পিস’ এবং ‘উইমেন অব দ্য সান’ নিয়ে গঠিত জোট ‘দ্য এলায়েন্স ফর মিডল ইস্ট পিস’ সমাবেশটির আয়োজন করে।

উইমেন ওয়েজ পিসের সমন্বয়কারী পাসকেল শেন বলেন, ইসরাইলি ও ফিলিস্তিনি মায়েদের পক্ষ থেকে একটি যৌথ আহ্বানের উদ্দেশ্য হলো আমাদের নেতাদের আলোচনার টেবিলে ফিরে যাওয়ার কথা বলা এবং একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানো।

উল্লেখ্য, গত বছর থেকে ইসরাইল-ফিলিস্তিন সহিংসতা বেড়ে গেছে। চলতি বছর এ পর্যন্ত অন্তত সংঘাতে ২৪৩ ফিলিস্তিনি ও ৩২ ইসরাইলি নিহত হয়েছেন।

মন্তব করুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল

ইসরাইলি ও ফিলিস্তিনি নারীদের শান্তি সমাবেশ

আপডেট টাইম ০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
প্যালেস্টাইন

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে বুধবার শত শত ইসরাইলি ও ফিলিস্তিনি নারী শান্তির জন্য সমাবেশ করেছেন। এ সময় ইসরাইল-ফিলিস্তিন সংঘাত বন্ধেরও আহ্বান জানিয়েছেন তারা।

সমাবেশে অংশ নিয়ে এসব নারী ‘আমরা শান্তি চাই’ বলে স্লোগান দেন। তারা ‘আমাদের শিশু হত্যা বন্ধ করো’ লেখা প্ল্যাকার্ড নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় অধিকাংশের পরনে সাদা পোশাক ছিল।

‘এলায়েন্স ফর মিডল ইস্ট পিস’ এনজিওর পরিচালক ও ফিলিস্তিনি মানবাধিকার কর্মী হুদা আবু আরকোয়াব বলেছেন, আমাদের বার্তা হলো আমাদের সন্তানরা মরে যাওয়ার চেয়ে জীবিত থাকুক।

তিনি আরও বলেন, এ প্রথমবারের মতো সমপর্যায়ে ইসরাইল ও ফিলিস্তিনি নারীদের সত্যিকার অংশীদারত্ব আমরা পেয়েছি। সমাবেশটি প্রথমে জেরুজালেমে শুরু হয়। পরে বিক্ষোভকারীরা পশ্চিম তীরের ডেড সির দিকে চলে যায়। সেখানে আরও বিক্ষোভকারী সমাবেশে অংশ নেন।

নারী নেতৃত্বাধীন দুটি সংগঠন ‘উইমেন ওয়েজ পিস’ এবং ‘উইমেন অব দ্য সান’ নিয়ে গঠিত জোট ‘দ্য এলায়েন্স ফর মিডল ইস্ট পিস’ সমাবেশটির আয়োজন করে।

উইমেন ওয়েজ পিসের সমন্বয়কারী পাসকেল শেন বলেন, ইসরাইলি ও ফিলিস্তিনি মায়েদের পক্ষ থেকে একটি যৌথ আহ্বানের উদ্দেশ্য হলো আমাদের নেতাদের আলোচনার টেবিলে ফিরে যাওয়ার কথা বলা এবং একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানো।

উল্লেখ্য, গত বছর থেকে ইসরাইল-ফিলিস্তিন সহিংসতা বেড়ে গেছে। চলতি বছর এ পর্যন্ত অন্তত সংঘাতে ২৪৩ ফিলিস্তিনি ও ৩২ ইসরাইলি নিহত হয়েছেন।