- (বেতাগী,বামনা,পাথরঘাটা) বরগুনা-২
মো. হোসাইন সিপাহী
বেতাগী, বামনা ও পাথরঘাটা- এই ৩ উপজেলা নিয়ে বরগুনা-২ আসন। এ আসনে নির্বাচনী আবহাওয়া কতোটা গরম তা বোঝা যায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ দেখে। তবে বরাবরের মতো নির্বাচন ঘিরে মনোনয়নের আগ মুহূর্র্তে মাঠে নেই বর্তমান এমপি। এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। আসনটিতে নৌকার মনোনয়ন নিয়ে আওয়ামী লীগ নেতাদের ছড়াছড়ি থাকলেও কেন্দ্রীয় নেতাদের ঘোষণার অপেক্ষার দ্বিধাবিভক্তির মধ্যে রয়েছে বিএনপি।
ওয়ান ইলেভেন শেষে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগের গোলাম সবুর টুলু নির্বাচিত হওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি আওয়ামী লীগকে। এমপি টুলুর মৃত্যুর পর উপনির্বাচনে শওকত হাচানুর রহমান রিমন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জয়ী হন। ২০১৪ সালেও পুনরায় নির্বাচিত হন রিমন। ২০১৮ সালে তিনবারের মতো আওয়ামী লীগের ব্যানারে এমপি হন রিমন। তবে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে এবার তাকে হটাতে খোদ আওয়ামী লীগেরই ডজনখানেক প্রার্থী মাঠে নেমেছেন। এদের মধ্যে রয়েছেন- বর্তমান এমপি ছাড়াও এবার দলীয় মনোনয়ন চাইবেন সংরক্ষিত নারী আসনের এমপি ও প্রয়াত সাবেক এমপি গোলাম সবুর টুলুর সহধর্মিণী সুলতানা নাদিরা, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার, বেতাগী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবির, বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান, বামনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক ডেপুটি অ্যার্টনি জেনারেল এডভোকেট ড. হারুন অর রশিদ, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলমগীর আহম্মেদ দাদু, সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন, সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও আইনজীবী মশিউর রহমান মালেক। প্রবাসী আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান টুকু।
এদিকে সারা দেশের মতো এ আসনেও প্রচার প্রচারণায় নিশ্চুপ বিএনপি। সঙ্গে দ্বিাধাবিভক্তিও রয়েছে দলে। নির্দলীয় সরকারের আন্দোলনে এখনো পর্যন্ত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে একট্টা এ আসনের বিএনপি নেতারা। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণাসহ নির্দলীয় সরকার গঠন ও বর্তমান সরকারের পদত্যাগ দাবিসহ নানা কর্মসূচি নিয়ে রাজপথের আন্দোলনে আছে বিএনপি। তবে দল নির্বাচনে গেলে এ আসনে বিএনপি’র মনোনয়ন চাইতে পারেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি নূরুল ইসলাম মনি, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ইঞ্জি. আবুল কালাম আযাদ রানা, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছগির হোসেন লিয়ন, বিএনপি নেতা মিজানুর রহমান খান জাকির, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এমনটাই জানিয়েছেন দলের নির্ভরযোগ্য সূত্র।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার বলেন, ‘মনোনয়ন দেয়ার মালিক আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও মহান সৃষ্টিকর্তা। তবে বরগুনা-২ আসনের সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে আমি কতোটা করেছি তা এ আসনের সাধারণ জনগণ জানেন। ইতিমধ্যে বরগুনার এ আসনটিকে স্মার্ট বরগুনা-২ গড়ার অঙ্গীকার করেছি। মনোনয়ন পাবো কিনা জানিনা তবে এ আসনটিতে আওয়ামী লীগের পক্ষে সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাবো।