ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

পরপর ব্যালোটে সিল: ভোটকেন্দ্রে সাংবাদিকদের হুমকি

  • প্রতিবেদক:
  • আপডেট টাইম ০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • ১০ ভিউ


বরগুনার বেতাগীতে একটি ভোট কেন্দ্রে ভোট চলাকালীন শেষ সময়ের দিকে সাংবাদিকদের মারধরের হুমকি দিয়েছেন রুবেল সিকদার নামক এক যুবলীগ নেতা । ভোট কক্ষে জাল ভোট দিতে থাকা অবস্থায় সাংবাদিকদের দৃষ্টিতে আসলে ছবি তুলতে গেলে তিনি একাধিক গণমাধ্যমের সংবাদকর্মীদের মারধরের জন্য তেঁড়ে আসেন। ঘটনাটি দায়িত্বরত প্রিজাইডিং অফিসারকে জানালে তৎক্ষণাৎ ব্যালট বাক্স জিম্মায় নেন দায়িত্বরত কর্মকর্তা দোলা মল্লিক। এরপরই যুবলীগ নেতা রুবেল ও আরেক নৌকার এজেন্ট অপু খান অকথ্য ভাষায় গালাগাল করে কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন সাংবাদিকদের। ওই  যুবলীগ নেতা রুবেল সিকদার বেতাগী উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক।


রবিবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয় চলে বিকাল ৪ টা পর্যন্ত। ভোটগ্রহণের শেষ সময়ে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যদলয়ের ২ নম্বর পুরুষ কক্ষে জাল ভোট দেয়া শুরু করেন নৌকার এজেন্টে দায়িত্বে থাকা ওই যুবলীগ নেতা রুবেল সিকদার। পরে সংবাদকর্মীরা জাল ভোটের ছবি তুলতে গেলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। ওই দুই সংবাদকর্মী জাতীয় দুইটি গণমাধ্যমের বেতাগী উপজেলা প্রতিনিধি— হোসেন আলী সিপাহী ও সজল মাহমুদ। এ ব্যাপারে যুবলীগ নেতা রুবেল সিকদার বলেন,‘ এ বিষয়ে ফোনে কিছু বলবো না স্বাক্ষাতে বলবো। পরে ফোনটি কেটে দেন।
অনুষ্ঠিত নিবার্চনে বরগুনা ২ আসনের বেতাগী উপজেলায় কোনো ধরণের  সহিংসতা ছাড়াই শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোট তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড করা হয়।

ট্যাগ

মন্তব করুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল

পরপর ব্যালোটে সিল: ভোটকেন্দ্রে সাংবাদিকদের হুমকি

আপডেট টাইম ০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪


বরগুনার বেতাগীতে একটি ভোট কেন্দ্রে ভোট চলাকালীন শেষ সময়ের দিকে সাংবাদিকদের মারধরের হুমকি দিয়েছেন রুবেল সিকদার নামক এক যুবলীগ নেতা । ভোট কক্ষে জাল ভোট দিতে থাকা অবস্থায় সাংবাদিকদের দৃষ্টিতে আসলে ছবি তুলতে গেলে তিনি একাধিক গণমাধ্যমের সংবাদকর্মীদের মারধরের জন্য তেঁড়ে আসেন। ঘটনাটি দায়িত্বরত প্রিজাইডিং অফিসারকে জানালে তৎক্ষণাৎ ব্যালট বাক্স জিম্মায় নেন দায়িত্বরত কর্মকর্তা দোলা মল্লিক। এরপরই যুবলীগ নেতা রুবেল ও আরেক নৌকার এজেন্ট অপু খান অকথ্য ভাষায় গালাগাল করে কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন সাংবাদিকদের। ওই  যুবলীগ নেতা রুবেল সিকদার বেতাগী উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক।


রবিবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয় চলে বিকাল ৪ টা পর্যন্ত। ভোটগ্রহণের শেষ সময়ে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যদলয়ের ২ নম্বর পুরুষ কক্ষে জাল ভোট দেয়া শুরু করেন নৌকার এজেন্টে দায়িত্বে থাকা ওই যুবলীগ নেতা রুবেল সিকদার। পরে সংবাদকর্মীরা জাল ভোটের ছবি তুলতে গেলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। ওই দুই সংবাদকর্মী জাতীয় দুইটি গণমাধ্যমের বেতাগী উপজেলা প্রতিনিধি— হোসেন আলী সিপাহী ও সজল মাহমুদ। এ ব্যাপারে যুবলীগ নেতা রুবেল সিকদার বলেন,‘ এ বিষয়ে ফোনে কিছু বলবো না স্বাক্ষাতে বলবো। পরে ফোনটি কেটে দেন।
অনুষ্ঠিত নিবার্চনে বরগুনা ২ আসনের বেতাগী উপজেলায় কোনো ধরণের  সহিংসতা ছাড়াই শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোট তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড করা হয়।