ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে গভীর রাতে আগুনে পুড়ল ৯ দোকান

  • প্রতিবেদক:
  • আপডেট টাইম ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ১৭ ভিউ

বেতাগী প্রতিনিধি:

বরগুনার বেতাগী উপজেলার বদনিখালী বাজারের মিষ্টিপট্টিতে আগুনে ৯টি দোকান পুড়ে ছাই হয়েছে। রোববার দিবাগত রাত ২টার দিকে মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয়দের ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ওই বাজারের ব্যবসায়ীদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্যমতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে ব্যবসায়ীদের। এদিকে আগুন লাগার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন বেতাগী উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারুক আহমেদ ও সহকারি কমিশনার ভূমি বিপুল সিকদার। এসময়ে বেতাগী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন ওই দুই কর্মকর্তা।

ফায়ার সার্ভিস ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বদনিখালী বাজারের একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই বাজারের মো. ইলিয়াস হাওলাদারের চায়ের দোকান,শংকর শীলের মিষ্টির দোকান,শিরিন বেগম,মাজেদা বেগম ও জামাল হোসেনের চায়ের দোকান, এবং বাজরের বসবাসরত বাসিন্দা কবির হাওলাদার, সোহেল মিয়া ও রাহেলা বেগমের (টিন—কাঁঠের) ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ভোর থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষজন পুড়ে যাওয়া দোকান ঘর দেখতে ভিড় করেন।

চা—দোকানী শিরিন ও মাজেদা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আগুন লাগার খবর পেয় আসতে আসতেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। নিমেষেই সব চোখের সামনে শেষ হয়ে গেছে। আমাদের যা ছিলো সবই শেষ। ছাই হয়ে গেছে খেয়ে—পরে বেঁচে থাকার শেষ সম্বল।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়াদের প্রতি এলাকার বিত্তবানদের সহায়তার হাত বাড়িয়ে দিতে আহবান জানান বেতাগী সহকারি কমিশনার ভূমি বিপুল সিকদার। এবং ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন বেতাগী উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারুক আহমেদ। তিনি বলেন,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমানের ওপর নির্ভর করে  ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২০—৫০ হাজার টাকা পর্যন্ত নগদ অর্থ সহায়তা করা হবে।

ট্যাগ

মন্তব করুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল

বেতাগীতে গভীর রাতে আগুনে পুড়ল ৯ দোকান

আপডেট টাইম ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

বেতাগী প্রতিনিধি:

বরগুনার বেতাগী উপজেলার বদনিখালী বাজারের মিষ্টিপট্টিতে আগুনে ৯টি দোকান পুড়ে ছাই হয়েছে। রোববার দিবাগত রাত ২টার দিকে মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয়দের ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ওই বাজারের ব্যবসায়ীদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্যমতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে ব্যবসায়ীদের। এদিকে আগুন লাগার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন বেতাগী উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারুক আহমেদ ও সহকারি কমিশনার ভূমি বিপুল সিকদার। এসময়ে বেতাগী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন ওই দুই কর্মকর্তা।

ফায়ার সার্ভিস ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বদনিখালী বাজারের একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই বাজারের মো. ইলিয়াস হাওলাদারের চায়ের দোকান,শংকর শীলের মিষ্টির দোকান,শিরিন বেগম,মাজেদা বেগম ও জামাল হোসেনের চায়ের দোকান, এবং বাজরের বসবাসরত বাসিন্দা কবির হাওলাদার, সোহেল মিয়া ও রাহেলা বেগমের (টিন—কাঁঠের) ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ভোর থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষজন পুড়ে যাওয়া দোকান ঘর দেখতে ভিড় করেন।

চা—দোকানী শিরিন ও মাজেদা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আগুন লাগার খবর পেয় আসতে আসতেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। নিমেষেই সব চোখের সামনে শেষ হয়ে গেছে। আমাদের যা ছিলো সবই শেষ। ছাই হয়ে গেছে খেয়ে—পরে বেঁচে থাকার শেষ সম্বল।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়াদের প্রতি এলাকার বিত্তবানদের সহায়তার হাত বাড়িয়ে দিতে আহবান জানান বেতাগী সহকারি কমিশনার ভূমি বিপুল সিকদার। এবং ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন বেতাগী উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারুক আহমেদ। তিনি বলেন,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমানের ওপর নির্ভর করে  ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২০—৫০ হাজার টাকা পর্যন্ত নগদ অর্থ সহায়তা করা হবে।