লিপিকা মন্ডল অর্পিতা,বেতাগী :
বরগুনার বেতাগী বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শেখ রাসেল দিবসে পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ দিবস উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেলের চিত্রাঙ্কণ করে শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীরা শেখ রাসেল দেয়ালিকা তৈরি করেছে। পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেলে জীবন বৃত্তান্তের ওপর রচনা প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মোনাজাত করা হয়েছে। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শেখ রাসেল দিবসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক ফাইজুর রহমান টিটু’ র সঞ্চালনায় আলোচনাসভায় বক্তিতা করেন, বেতাগী উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কন্ঠ’ র প্রতিনিধি স্বপন কুমার ঢালী, সভাপতি আলহাজ্ব মো. কামাল হোসেন খান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইরান, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন স্বাধীন, দপ্তর সম্পাদক হোসেন আলী সিপাহী, বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারি শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, জ্যেষ্ঠ সহকারি শিক্ষক মনোয়ারা বেগম, জ্যেষ্ঠ সহকারি শিক্ষক পরিমল চন্দ্র ঘরামী, সহকারি শিক্ষক মো. আল আমিন, মো. ওমর ফারুক, মো. আল মামুন, সাবিনা ইয়াসমিন, আয়শা সিদ্দিকা, বশির আহমেদ, কম্পিউটার ল্যাব সহকারি আব্দুর রহমান, শিক্ষার্থীদের মধ্যে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উম্মে হামিমা, অষ্টম শ্রেণির নীলা আক্তার, সপ্তম শ্রেণির সামিরা, রোজী তানজিলা, সুমি, তিশা, মরিয়ম, তানিশা ও ষষ্ঠ শ্রেণির তাসফিয়া ইসলাম তুলি ও তুলি মৃধা। আলোচনা শেষে দোয়া মোনাজাত করা হয়।