পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে ৫০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার তিন রাস্তার মোড় নামক এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আলতাফ মৃধা (৫২), উপজেলার দেউলি সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামের মৃত জেন্নাত আলী মৃধার ছেলে। মির্জাগঞ্জ থানার এসআই মজিবুর রহমান মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মো. হুমায়ন কবির বলেন, আটককৃত ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।